promotional_ad

বিজয় অধ্যায়ের সমাপ্তি?

promotional_ad

বছরের শুরুতে শ্রীলঙ্কা, জিম্বাবুয় ও বাংলাদেশের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন আনামুল হক বিজয়। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়ার পেছনে যৌক্তিক কারনও ছিল।


গত তিন মৌসুম ধরেই ঢাকা প্রিমিয়ার লীগ, বাংলাদেশ ক্রিকেট লীগ ও জাতীয় লীগে দুর্দান্ত ধারাবাহিকতায় বড় রানের দেখা পেয়েছিলেন ২৫ বছর বয়সী এই ওপেনার। বাজে ফর্মে থাকা আরেক ওপেনার সৌম্য সরকারের জায়গায় ত্রিদেশীয় সিরিজের খেলেছিলেন তিনি।


তবে ঘরোয়া ক্রিকেটের অবিশ্বাস্য ফর্ম আন্তর্জাতিক ক্রিকেটে ধরে রাখতে পারেনি আনামুল হক বিজয়। ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ খেলে মাত্র ৫৫ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৩৫ রান এসেছে নিজের ফেরার ম্যাচেই।


টানা ব্যর্থ বিজয়কে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের একাদশ থেকে বাদ দেয়া হয়। এরপর বাংলাদেশ দলের নিদাহাস ট্রফির স্কোয়াড কিংবা আফগান সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি তাকে।



promotional_ad

অথচ ব্যর্থ ত্রিদেশীয় সিরিজের পর ঘরোয়া ক্রিকেটে ফিরেই ফের রান বন্যা বইয়ে দিয়েছিলেন আবাহনির বিজয়। রান পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট লীগের দ্বিতীয় পর্বেও। কিন্তু জাতীয় দলের ব্যর্থতাকেই বিজয়ের ক্ষেত্রে বড় করে দেখা হয়।


ধারনা করা হয়েছিল, জাতীয় দলের স্কোয়াডে সুযোগ না পেলেও বাংলাদেশ 'এ' দলের স্কোয়াডে থাকবেন এই ডানহাতি ওপেনার। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের সিরিজে সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেনরা থাকলেও রাখা হয়নি আনামুল হক বিজয়কে।


অথচ ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ও জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড। বিসিবি পাড়ার গুঞ্জন, বিজয়কে বছরের ত্রিদেশীয় সিরিজে নেয়া হয়েছে মিডিয়ার চাপে।


যার কারনে র???ন না পাওয়ায় বিজয়কে দল চ্যুত করতে বেগ পেতে হয়নি নির্বাচকদের। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করা বিজয় অন্তত বাংলাদেশ 'এ' দলে জায়গা পাওয়ার যোগ্যতা রাখে। 



বিজয়ের বদলে তরুন সাইফ হাসান ও সাদমান ইসলামদের মত তরুন টপ অর্ডার ব্যাটসম্যানদের সুযোগ পাওয়া ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে না তো?


বাংলাদেশ ‘এ’ দল: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball