হোয়াইট ওয়াশের লজ্জায় অস্ট্রেলিয়া

ছবি:

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড। ফলে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২০৫ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ছোটো লক্ষ্যের জবাবে ব্যাটিংয়ে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়েন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।
বিশেষ করে স্ট্যানলেক ও রিচার্ডসন চেপে ধরেন ইংলিশ ব্যাটিং অর্ডারকে। ইংল্যান্ডের ইনিংস একাই ব্যাট হাতে টেনেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
অস্ট্রেলিয়া ট্রাভিস হেডের ৫৬, অ্যালেক্স ক্যারির ৪৪ ও ডি আর্কি শর্টের ৪৭ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায়। মূলত অস্ট্রেলিয়ার রানের চাকা আটকে রেখেছেন মঈন আলী ও স্যাম কুরানরা।

মঈন একাই শিকার করেছেন ৪ উইকেট। স্যাম কুরান নিয়েছেন ২ টি উইকেট। ১ টি করে উইকেট নিয়েছেন লিয়াম প্লাংকেট ও আদিল রশিদ। ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের।
তারা দলীয় ৫০ রানের মধ্যে টপ ও মিডেল অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারায়। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ইংলিশদের রানের চাকা সচল রেখেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার। নবম উইকেট জুটিতে আদিল রশিদকে নিয়ে যোগ করেন ৮১ রান।
রশিদ ২০ রান করে ফিরে গেলেও বাটলার ১২২ বলে ১১০ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার সঙ্গী জ্যাক বল ১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন বিলি স্ট্যানলেক ও কেন রিচার্ডসন।
২ উইকেট তুলে নিয়েছেন মার্কুস স্টইনিস। ১ টি উইকেট গেছে অ্যাস্টর অ্যাগারের ঝুলিতে। আগের চার ম্যাচেই জয় তুলে নিয়ে ইংলিশরা আগেই সিরিজ নিশ্চিত করেছিল। এর মধ্যে তৃতীয় ওয়ানডেতে বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ড।
৪৮১ রান করে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে মর্গানের দল। ঐ ম্যাচে ইংল্যান্ড জয় পায় ২৪২ রানে। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ৫ ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া।