রাতেই দেশ ছাড়ছেন মিরাজ

ছবি:

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দুদিন আগেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে, রবিবার ভিসা হাতে পেয়েছেন এই টাইগার ক্রিকেটার।
বিলম্ব না করে রবিবার রাত দেড়টায় দুবাইগামী বিমানে চড়বেন তিনি। সেখান থেকে নিউইয়র্ক হয়ে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু অ্যান্টিগায় পৌঁছাবেন মিরাজ। মূল সিরিজ খেলার আগে আগামী ২৮ জুন দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।
সেই ম্যাচে খেলার জোড় সম্ভাবনা রয়েছে মিরাজের। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডের সদস্যরা ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছে। শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ।

তারপর, সাড়ে ৪ ঘণ্টা বিমান জার্নির পর দুবাই পৌঁছায় তারা। সেখান থেকে প্রায় ১৫ ঘণ্টার ভ্রমন শেষে নিউ ইয়র্কে বেলা আড়াইটায় (স্থানীয় সময়) পা রাখে টাইগাররা।
নিউ ইয়র্ক থেকে অ্যান্টিগায় যেতে ৪ ঘন্টা লাগবে বাংলাদেশ দলের। নিজেদের চাঙ্গা করে নিতে নিউ ইয়র্কে একটি হোটেলে বিশ্রাম নিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামী ২৬ জুন ওয়েস্ট ইন্ডিজে অনুশীলন শুরু করবে বাংলাদেশ।
২৮-২৯ জুন প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৪ জুন মূল সিরিজ শুরু করবে টাইগাররা। দীর্ঘ দেড় মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।