promotional_ad

এই রাহী, সেই রাহী

promotional_ad

পুর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজের টেস্ট স্কোয়াডে প্রথবারের মতো ডাক পেয়েছেন তরুণ সম্ভাবনাময় পেসার আবু জায়েদ রাহী।


গত ফেব্রুয়ারীতে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে এই পেসারের। তার পর থেকেই এই ফরম্যাটের ক্রিকেটে নিয়মিত তিনি। বাংলাদেশ দলের সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও মাঠ মাতিয়েছেন রাহী।


এখন পর্যন্ত ৩ টি টি২০ ম্যাচ খেলে ৪ টি উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার। সীমিত ওভারের এই ফরম্যাটে বল হাতে জ্বলে উঠতে না পারলেও টেস্টে দারুণ কিছু করে দেখানোর অপেক্ষায় রাহী।


promotional_ad

মূলত প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তিনি। ৬২ ম্যাচে দখল করেছেন ১৯২্টি উইকেট। ৫ উইকেট ঝুলিতে নিয়েছে ১১ বার। আর এই পারফরমেন্সেই নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।


আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরে কোর্টনি ওয়ালশের অধীনে অনুশীলন করেছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন পেসার। এদের মধ্যে ছিলেন রাহীও। ওয়েস্ট ইন্ডিজের উইকেট বরাবরই পেস বোলিং সহায়ক।


এমন উইকেটে তরুণ রাহী কি করেন এটাই এখন দেখার বিষয়। রাহীকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ ধরা হয়। অনেকদিন ধরেই এই পেসারকে বিশেষ পরিচর্যায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


২০১৭ সালে ভারতের বিপক্ষে ১ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। সেই সিরিজের আগে ডেভলপমেন্ট স্কোয়াডের অংশ হিসেবে ভারত সফরের দলে ছিলেন এই তরুণ পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball