promotional_ad

সালমা-রুমানাদের আয়ারল্যান্ড সফর সূচি

promotional_ad

কদিন আগেই নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনেই ব্যস্ত সূচি রয়েছে এশিয়া কাপের শিরোপা জয়ী দলটির। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ইতিমধ্যে দেশ ছেড়েছেন টাইগ্রেস ক্রিকেটাররা।


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে নেদারল্যান্ডসে উড়াল দেবে বাংলাদেশের মেয়েরা। সেখানে আগামী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নেবেন সালমা-জাহানারারা। ওয়েস্ট ইন্ডিজে আগামী ২ নভেম্বর নারীদের এই বিশ্ব আসরের পর্দা উঠবে।


মূলত টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতির জন্যই আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ খেলছে বাংলাদেশ। আগামী ২৮ জুন ডাবলিনে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজটি শুরু হবে।


promotional_ad

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়। ২৯ জুন সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাবলিনের দ্যা ভিলেজ স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।


১ জুন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচটি ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়। এর পরপরই নেদারল্যান্ডসের বিমান ধরবে বাংলাদেশ নারী দল।


আয়ারল্যান্ড সফর ও বিশ্ব টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড : রুমানা আহমেদ, সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানি বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা এবং জাহানারা আলম।


স্ট্যান্ডবাই: জান্নাতুল ফেরদৌস সুমনা, সুরাইয়া আজমিন, মুর্শিদা খাতুন এবং লতা মণ্ডল



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball