আত্মবিশ্বাসের সাথে দায়িত্বও বেড়ে গেছেঃ রুমানা

promotional_ad

ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। একটি শিরোপাই ভাগ্য ফিরিয়েছে টাইগ্রেস ক্রিকেটারদের। মোটা অঙ্কের বোনাসের সাথে প্রধানমন্ত্রীর সম্বর্ধনা পেয়েছেন তারা। বেড়েছে বিসিবির দেয়া সুযোগ সুবিধাও।


নারী এশিয়া কাপে ব্যাটে-বলে দারুণ উজ্জ্বল ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার রুমানা আহমেদ। এশিয়া কাপ জেতার পর বোর্ড নারী ক্রিকেটারদের দিকে অন্য ভাবে তাকাচ্ছেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।


‘আসলে আমরা(নারী ক্রিকেট) শুরু করেছি ২০০৭ সাল থেকে। আমাদের ১০-১১ বছর হয়ে গেছে। শুরু হওয়ার পর থেকে সবাই জানে একটু অবহেলার উপরেই ছিলাম আমরা! তারপরও নিজেদের পরিশ্রম দিয়ে এখানে এসেছি। সাফল্যের পেছনে ছুটতাম আমরা। এটা(এশিয়া কাপ) বিরাট অর্জন। এই অর্জনের পর বোর্ড আমাদের দিকে অন্যভাবে তাকাচ্ছে। বেতন বেড়ে গেল। হঠাৎ করে প্রধানমন্ত্রী ডাকল। সবকিছুতেই পরিবর্তন আসছে।’


২০১৬ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে সিরিজ নির্ধারণী ম্যাচে হ্যাটট্রিক করে পার্থক্য গড়ে দিয়েছিলেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। দু বছর পর আবারও আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এবার রুমানার লক্ষ্য আগের পারফরমেন্সকে ছাড়িয়ে যাওয়ার।


promotional_ad

‘এখন স্বপ্ন আরও বড়। আশা করি ৪-৫টা উইকেট পাবো। লিডিং স্কোরার হবো। ওটা(আয়ারল্যান্ডে হ্যাটট্রিক) আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। ভালো করার তাগিদ বাড়ে।’ 


আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজ খেলতে শনিবার রাতেই ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা। সেই সিরিজ শেষে নেদারল্যান্ডে টি২০ বিশ্বকাপের বাছাই পর্ব খেলবে সালমা-রুমানারা। দেশ ছাড়ার আগে বেশ আত্মবিশ্বাসী কন্ঠেই জানিয়েছেন বিশ্বকাপে পৌঁছানোর লক্ষ্যের কথা।


‘এখন আমাদের লক্ষ্য বিশ্বকাপ খেলা। বিশ্বকাপ ঘিরেই আমাদের সব প্রস্তুতি চলছে। যেহেতু আমরা বাছাইপর্ব খেলছি। ভালমতো আমাদের কাজটা করবে এবং বিশ্বকাপের লক্ষ্যে পৌঁছাব।’


এশিয়া কাপ জয়ের পর সবার প্রত্যাশা বেড়ে গেছে। ফলে নারী ক্রিকেটারদের দায়িত্বও বেড়ে গেছে। এশিয়া কাপে পাওয়া আত্মবিশ্বাস আগামী সিরিজগুলোতে ধরে রাখতে মরিয়া রুমানা। 


‘এটা কিন্তু শুধু আমাদের জন্য না, পুরো উইমেন্স উইয়ের জন্য কাজে দেবে। এই সাফল্য সামনের দিনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আমাদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে। আমাদের মধ্যে যে জিনিসটা আসছে, আত্মবিশ্বাস তো আছেই, দায়িত্বও বেড়ে গেছে। পরবর্তীতে ভালো কিছু করতে হবে। ভালো যেহেতু করছি, সেটা ধরে রাখতে হবে। দায়িত্বজ্ঞানটা বেড়ে গেছে। আমাদের আত্মবিশ্বাস দিন দিন বাড়ছে। পরপর ম্যাচ খেলাও বাড়ছে। এশিয়া কাপের পর আত্মবিশ্বাস খুব ভালো আছে। আশা করি এটা ধরে রাখতে পারবো পরবর্তী ট্যুরগুলোতে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball