সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে লঙ্কানরা

ছবি:

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে রাতে মাঠে নামছে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার তার ১ টায়। ইতিমধ্যে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২২৬ রানের বড় ব্যবধানে হেরেছিল লঙ্কানরা।
আর দু দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচটি ড্র হলেও এর উত্তাপ ছড়িয়েছে বহুদূর। লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমালের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। যদিও এই অভিযোগ তিনি অস্বীকার করেন তিনি।
দল নিয়ে মাঠে নামতেও অস্বীকৃতি জানান। পরে মাঠে নামলেও দেরি করে মাঠে নামার জন্য বড় ধরণের শাস্তির অপেক্ষায় লঙ্কান কোচ, অধিনায়ক ও ম্যানেজার। এদিকে বল টেম্পারিংয়ের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লঙ্কানদের নিয়মিত দলপতি চান্দিমাল।

তার পরিবর্তে পেসার সুরাঙ্গা লাকমল লঙ্কানদের নেতৃত্ব দেবেন বারবাডোজ টেস্টে। এদিকে সেন্ট লুসিয়া টেস্টে দারুণ বোলিং করেছিলেন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল। তিনি একাই সেই ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন।
এর মধ্যে দ্বিতীয় ইনিংসেই নিয়েছিলেন ৮ টি উইকেট। ফলে সিরিজের শেষ ম্যাচেও এই পেসারের দিকেই তাকিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের একাদশে জায়গা পেতে পারেন ২০ বছর বয়সী পেসার কিমো পাল।
তাকে জায়গা দিতে দলের বাইরে চলে যেতে পারেন আরেক পেসার কমিন্স। তাছাড়া শ্রীলঙ্কার একাদশে ফিরতে পারেন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা। ফলে দলের বাইরে চলে যেতে হতে পারে কুশাল পেরেরাকে।