নতুন অধিনায়কের নেতৃত্বে শ্রীলঙ্কা

ছবি:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে থাকছেন পেসার সুরঙ্গা লাকমল। শনিবার লাকমলের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
গত ম্যাচে বল টেম্পারিং ইস্যুকে কেন্দ্র করে লঙ্কানদের নিয়মিত অধিনায়ক দীনেশ চান্ডিমালকে নিষিদ্ধ করেছে আইসিসি। আর তারই পরিপ্রেক্ষিতে লাকমলকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'দীনেশ চান্ডিমালের পরিবর্তে লাকমলকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।'

সেন্ট লুসিয়া টেস্টে চান্ডিমালের বল টেম্পারিং কান্ড টিভি ক্যামেরায় ধরা পড়েছিলো। ক্যামেরায় দেখা গিয়েছিলো মুখ থেকে কিছু একটা বের করে বলে ঘসছেন তিনি। এরপরেই তাঁকে অভিযুক্ত করা হয়।
কিন্তু পরবর্তীতে চান্ডিমাল এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে দাবি করে আসছিলেন বল টেম্পারিং করেননি লঙ্কান অধিনায়ক। অবশ্য পরে ঠিকই নিজেদের দোষ স্বীকার করে নিতে বাধ্য হন তারা। এই ঘটনার শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০ই জুলাই।
উল্লেখ্য এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিং কান্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। অপরদিকে এই ঘটনার মূল হোতা ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিলো ৬ মাসের জন্য।