টেস্ট ও ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মমিনুল

ছবি:

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। টি২০ ক্রিকেটে বরাবরই শক্তিশালী ক্যারিবিয়ানরা। তাই ওয়ানডে ও টেস্ট সিরিজ নিয়ে বেশ আশাবাদী টাইগার ব্যাটসম্যান মুমিনুল হক।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, ‘আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো কিছু আশা করতে পারি। আমার কাছে মনে হয়, টেস্ট তো বটেই, ওয়ানডেতেও আমরা ভালো ক্রিকেট খেলব। শুধু টেস্ট বললে হবে না। ওয়ানডেতে আমরা ওদের চেয়ে ভালো খেলি। টি-টোয়েন্টি বললে পারব না। তবে টেস্ট-ওয়ানডেতে ভালো কিছু আশা করতে পারি।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর আগে বাংলাদেশ দল ২০০৪, ২০১০ এবং ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে।

এর মধ্যে ২০০৯ সালের সিরিজটিই সবচেয়ে সুখকর ছিল। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ছয়টি ম্যাচ খেলে এই দুটি ম্যাচেই জয় বাংলাদেশের। পাশাপাশি একটি ম্যাচ ড্র করার স্মৃতি আছে টাইগারদের।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগ মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন টাইগার কোন স্টিভ রোডস। নতুন কোচকে যাচাই করার জন্য এই দুই তিনদিনকে অনেক অল্প সময় বলে মনে করছেন মমিনুল। আরও সময় চান কোচের ব্যাপারে মন্তব্য করতে।
‘মাত্র এক-দুইদিন হয়েছে, ওভাবে এখনো বোঝা যাবে না। তবে সম্পর্কের কথা বললে খুব ভালো হচ্ছে। আশা করি সবাই দ্রুত মানিয়ে নিতে পারব। একজন মানুষের সঙ্গে মিশতে, তাকে বুঝতে সময় লাগে। আমার মনে হয় ভালোই হবে। আমরা কিছু শিখত পারলে আরো ভালো হবে।’