ভারতের বিপক্ষে আয়ারল্যান্ড দলে জশুয়া-ম্যাকব্রেইন

ছবি:

ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি২০ সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ডাকা হয়েছে ১৮ বছর বয়সী পেসার জশুয়া লিটল ও স্পিন বোলিং অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রেইনকে।
জশুয়া, আয়ারল্যান্ডের হয়ে মাত্র ৪ টি টি২০ ম্যাচ খেলেছেন। সেই তুলনায় ম্যাকব্রেইন অবশ্য বেশ অভিজ্ঞ। আয়ারল্যান্ডের জার্সি গায়ে তিনি ৩০ টি ওয়ানডে ম্যাচ ও ১৯ টি টি২০ ম্যাচ খেলেছেন।
২০১৭ সালের সেপ্টেম্বরে সবশেষ টি২০ ম্যাচ খেলেছেন তিনি। এদিকে ২০০৯ সালের পর সীমিত ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামেনি ভারত। সেই বছর টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের মোকাবেলা করেছিল দলটি।

সেবার আইরিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভারত। ভারতীয় পেসার জহির খান মাত্র ১৯ রান খরচায় নিয়েছিলেন ৪ টি উইকেট। মূলত এই পেসারের দুর্ধর্ষ বোলিংয়েই উড়ে গিয়েছিল আয়ারল্যান্ড।
ভারতের বিপক্ষে আসন্ন এই সিরিজের আয়ারল্যান্ড দল থেকে বাইরে চলে গেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার ব্যারি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়ং। আসন্ন এই সিরিজ দিয়েই টি২০ অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে গ্যারি উইলসনের।
নিয়মিত অধিনায়ক এড জয়েস কদিন আগেই টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মূলত আয়ারল্যান্ড ক্রিকেট দলকে টেস্টে নেতৃত্ব দিতেই টি২০ ছেড়েছেন এই তারকা আইরিশ ক্রিকেটার।
আয়ারল্যান্ডের স্কোয়াডঃ
গ্যারি উইলসন (অধিনায়ক), এন্ড্রু বালবির্নি, পিটার চেজ, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ডি ম্যাক্ব্রেইন, কেভিন ও'ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, স্টুয়ার্ট পয়েন্টার, বয়েড র্যাঙ্কিন, জেমস শ্যানন, সিমি সিং, পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন।