দুর্ভাবনা নেই মমিনুলের

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে ঝড় তুলেছেন ক্যারিবিয়ান পেসাররা। বিশেষ করে শ্যানন গ্যাব্রিয়েল। সেন্ট লুসিয়া টেস্টে একাই দুই ইনিংসে ১৩ উইকেট নিয়েছেন। তাদের এই ছন্দ বাংলাদেশ দলের জন্য একটি বড় বার্তা। তবে ওয়েস্ট ইন্ডিজের বাউন্সি উইকেট আর শর্ট বল নিয়ে চিন্তিত নন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, এগুলো নিয়ে দুর্ভাবনার কিছু নেই। বাউন্সি উইকেটে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দ্রুতই মানিয়ে নিতে হবে বলে মনে করেন টাইগারদের স্পেশালিস্ট এই টেস্ট ব্যাটসম্যান।
“এমন তো নয় আমরা জীবনে বাউন্সি উইকেটে খেলিনি! তো সেটি নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদের দুর্ভাবনারও কিছু নই। আপনারা বেশি ভাবনায় পড়লে সেটি আমাদের মাথায়ও ঢুকে যাবে। মানুষের মস্তিষ্ক তো, একটা কথা বলতে থাকলে সেটা গ্রহণ করে নেবেই। বাউন্সি উইকেটে আগেও খেলেছি। এবারও গিয়ে দ্রুত মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে পারলে সমস্যা নেই।”

বাংলাদেশ দল ২০১৪ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সফরটি মোটেই সুখকর ছিলনা টাইগারদের। সেই সফরেই মুমিনুলের শর্ট বলে দুর্বলতা আছে বলে জানিয়েছিলেন তৎকালীন বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
এরপর অনেক ধকল পোহাতে হয়েছিল মমিনুলকে। আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে টাইগাররা। এই সিরিজ দিয়েই নিজের মিশন শুরু করবেন টাইগারদের নতুন কোচ স্টিভ রোডস। তবে এসব নিয়ে মাথা না ঘামিয়ে সামনে এগিয়ে যেতে চান মমিনুল।
“চার বছর আগের কথা মনে নেই। মনে করতে চাই না কারণ সেবার ভালো কিছু হয়নি। আশা করি এবার ভালো হবে।”