দোষ স্বীকার করে নিলেন হাথুরু-চান্দিমাল

ছবি:

সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিনে মাঠে নামতে দুই ঘণ্টা দেরি করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফলে দলটির কোচ, অধিনায়ক ও ম্যানেজারের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছিল আইসিসি।
সেই দায় মেনে নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল, কোচ চন্দিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা। ফলে তিনজনই বড় ধরণের শাস্তির অপেক্ষায় আছেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শাস্তির মাত্রা নির্ধারণ করতে শুনানির জন্য মাইকেল বিলোফ কিউসিকে জুডিশিয়াল কমিশনার নিয়োগ দিয়েছে। ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিধি অনুযায়ী আচরণবিধির এই ধারাভঙ্গের শাস্তি দুই থেকে চার টেস্ট কিংবা চার থেকে আটটি সীমিত ওভারের ম্যাচে নিষেধাজ্ঞা।

এই নিষেধাজ্ঞা পেলে ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে থাকতে পারবেন না কোচ ও ম্যানেজার। লঙ্কান অধিনায়ক ড্রেসিং রুমে থাকতে পারলেও, অতিরিক্ত খেলোয়াড়ের ভূমিকাতেও মাঠে নামবে পারবেন না তিনি।
সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে খেলা শুরুর মিনিট দশেক আগে শ্রীলঙ্কান অধিনায়ক চান্দিমালের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন দায়িত্বরত আম্পায়াররা। ফলে ৫ রান পেনাল্টি দিয়ে বল পরিবর্তন করেন তারা।
এই অভিযোগ মেনে না নিয়ে নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘন্টা দেরিতে মাঠে নামে শ্রীলঙ্কা দল। ফলে এই শাস্তি পেতে হচ্ছে লঙ্কান ক্রিকেট দলের অধিনায়ক, কোচ ও ম্যানেজারকে। এদিকে আচরণবিধি ভাঙার দায় স্বীকার করার পর শাস্তি কমানোর চেষ্টায় থাকবে লঙ্কানরা।
জুডিশিয়াল কমিশনারের শুনানিতে লঙ্কানরা তুলে ধরবে, দুই ঘণ্টা দেরির কারণ ছিল অন্য। তারা এক ঘন্টা পরেই খেলতে নামতে চেয়েছিল। কিন্তু মাঠে নামতে গিয়ে জানতে পারেন যে তাদেরকে ৫ রান পেনাল্টি করা হয়েছে ও বল বদলানো হয়েছে। এর প্রতিবাদে আরও ঘন্টা খানিক দেরি করে মাঠে নামে শ্রীলঙ্কা।
আচরণ বিধি ভঙ্গের অভিযোগ ছাড়াও বল টেম্পারিংয়ের দায়ে এক টেস্ট নিষিদ্ধ হয়েছেন লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন তিনি। এবার শুনানির অপেক্ষায় শ্রীলঙ্কা দলপতি।