অস্ট্রেলিয়া-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ছবি:

অস্ট্রেলিয়ার ক্রিকেটের দুর্দিন চলছে। গত ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে নেমে গেছে তারা। তাদের পরের অবস্থানেই আছে বাংলাদেশ দল। তবে একটি পরিসংখ্যানে অস্ট্রেলিয়াকেও ছাড়িয়ে গেছে টাইগাররা।
গত তিন বছরে সাফল্যের হারে অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপের পর গত তিন বছরে পাকিস্তান আর অস্ট্রেলিয়ার চেয়ে জয়ের হার বেশি মাশরাফি বিন মর্তুজার দলের।
অস্ট্রেলিয়ার পারফরমেন্সের গ্রাফের অবনমন শুরু ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকেই। গত ১৬ ম্যাচের মধ্যে তো তারা হেরেছে ১৪টিতেই। জয়ের শতকরা হিসেবে গত তিন বছরে বাংলাদেশের থেকেও পিছিয়ে দলটি।

২০১৫ বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া শতকরা ৪৭ ভাগ জয় পেয়েছে। জয়ের হারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে চ্যম্পিয়ন্স ট্রফির গত আসরের শিরোপা জয়ী দল পাকিস্তানও। তাদের জয় শতকরা ৪৮ ভাগ।
গত তিন বছরে টাইগাররা তাদের শতকরা ৫০ ভাগ ম্যাচ জিতেছে। শ্রীলঙ্কা ৩১ শতাংশ আর ওয়েস্ট ইন্ডিজ ২৬ শতাংশ ম্যাচ জিতে বাংলাদেশের পেছনে আছে। এই তালিকার সবচেয়ে উপরে আছে ভারত আর ইংল্যান্ড।
দুই দলই তাদের ৬৬ ভাগ ম্যাচই জিতেছে। দক্ষিণ আফ্রিকা জয় ৫৮ শতাংশ আর নিউজিল্যান্ড ৫৬ শতাংশ ম্যাচে জয় পেয়েছে। তবে সবচেয়ে বড় চমকটা বোধ হয় দিয়েছে আফগানরা। তারা তাদের ৫৫ ভাগ ম্যাচেই জয় পেয়েছে।