উইন্ডিজ সফরে সুজনকে পাচ্ছে না বাংলাদেশ দল

ছবি:

কদিন পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজে দলের নিয়মিত ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে পাচ্ছে না বাংলাদেশ। অতীতে বাংলাদেশ দলের সঙ্গে এই সাবেক টাইগার ক্রিকেটারকে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে।
চান্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর তাকে ভারপ্রাপ্ত কোচ হিসেবেও দেখা গেছে। দায়িত্ব পালন করেছেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও। তবে, দলের নির্ভরযোগ্য এই অভিভাবককে পাচ্ছে না টাইগাররা।

সুজন নিজেই এই তথ্য জানিয়েছেন আরটিভি অনলাইনকে। তিনি বলেছেন, "ওয়েস্ট ইন্ডিজ সফরের দলের ম্যানেজার পদে থাকছিনা আমি।" সবশেষ ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন সুজন।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে তারই যাওয়ার কথা ছিল। তবে হঠাৎ করেই নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুজন। এর কারন জানাননি সাবেক এই টাইগার তারকা।
সূত্র মতে বাংলাদেশ দলের সাবেক এই অলরাউন্ডারের পরিবর্তে দলের ম্যানেজার হয়ে ক্যারিবীয় দ্বিপপুঞ্জে যাবেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।