promotional_ad

উইন্ডিজ সফরে সুজনকে পাচ্ছে না বাংলাদেশ দল

promotional_ad

কদিন পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজে দলের নিয়মিত ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে পাচ্ছে না বাংলাদেশ। অতীতে বাংলাদেশ দলের সঙ্গে এই সাবেক টাইগার ক্রিকেটারকে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে।


চান্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর তাকে ভারপ্রাপ্ত কোচ হিসেবেও দেখা গেছে। দায়িত্ব পালন করেছেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও। তবে, দলের নির্ভরযোগ্য এই অভিভাবককে পাচ্ছে না টাইগাররা।


promotional_ad

সুজন নিজেই এই তথ্য জানিয়েছেন আরটিভি অনলাইনকে। তিনি বলেছেন, "ওয়েস্ট ইন্ডিজ সফরের দলের ম্যানেজার পদে থাকছিনা আমি।" সবশেষ ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন সুজন।


আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে তারই যাওয়ার কথা ছিল। তবে হঠাৎ করেই নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুজন। এর কারন জানাননি সাবেক এই টাইগার তারকা।


সূত্র মতে বাংলাদেশ দলের সাবেক এই অলরাউন্ডারের পরিবর্তে দলের ম্যানেজার হয়ে ক্যারিবীয় দ্বিপপুঞ্জে যাবেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball