মাইক্রোবাস পেলেন নারী ক্রিকেটাররা

ছবি:

কদিন আগেই নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামে ব্যস্ত সময় কাটাচ্ছে টাইগ্রেস ক্রিকেটাররা।
দুদিন আগেই চট্টগ্রাম শহরের ৬ নম্বর বাসে করে অনুশীলনে এসেছিলেন তারা। যেই বাসে ছিলনা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। বাসে??? পরিবেশও ছিল বেশ নোংরা। এ বিষয়ে নারী ক্রিকেটাররা কোনো অভিযোগ করেননি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। এই সমালোচনার মুখে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের যাতায়াতের জন্য লোকাল বাস পরিবর্তন করে মাইক্রোবাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০ জুন, বুধবার নারী ক্রিকেটারদের যাতায়াতের জন্য মোট তিনটি মাইক্রোবাস দেয়া হয় বাংলাদেশের নারী ক্রিকেটারদের। বুধবার নারী দলের অনুশীলনের জন্য নগরীর জুবিলি রোড এলাকার হোটেল টাওয়ার ইন থেকে ক্রিকেটারদের তিনটি মাইক্রোবাসে করে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।
এরপর দুপুরে অনুশীলন শেষে আবারও তাদের সেই মাইক্রোবাসে করে হোটেলে পৌঁছে দেয়া হয়। আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে আগামী ২১ জুন পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করবে সালমা-জাহানারারা।
এরপর আগামী ২২ জুন ঢাকায় ফিরে ২৩ জুন আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে নারী ক্রিকেট দল।