এটা ক্রিকেট, মহাকাশ বিজ্ঞান নয়ঃ রোডস

ছবি:

চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডস। কোচ হিসেবে তার প্রথম মিশন ওয়েস্ট ইন্ডিজে। চলতি মাসের শেষেই তার শিষ্যরা সেই লক্ষ্যে দেশ ছাড়বে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা খুব একটা কঠিন হবে বলে মনে করেন না টাইগার কোচ স্টিভ রোডস। বাংলাদেশ দল জয়ের লক্ষ্যেই খেলবে বলে জানালেন তিনি। তবে শুরুটা আগে ভালো করতে চায় তার দল। এটা করতে পারলে বাকি কাজটা সহজ হয়ে যাবে বলে বিশ্বাস রোডসের।
'টেস্ট সিরিজটা খুব একটা জটিল হবে না। আমরা টেস্ট ম্যাচ জয়ের সর্বাত্মক চেষ্টাই করবো। সেজন্য আমাদের শুরটা ভাল করতে হবে। সেটা করতে পারলেই বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন ক্রিকেট কোন মহাকাশ বিজ্ঞান নয়। এখানে আপনাকে মাঠের খেলাটা ভাল খেলতে হবে এবং প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে হবে। আমরা চেষ্টা করবো যেন তারা ম্যাচেই ফিরতে না পারে।'

তবে ওয়েস্ট ইন্ডিজের বাউন্সি উইকেটে টাইগারদের জন্য কাজটি সহজ হবে না, এটাও জানেন রোডস। সফরের আগে মাত্র তিনদিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এই অল্প প্রস্তুতিতেই বাংলাদেশ দল মানিয়ে নেবে বলে মনে করেন সদ্য নিয়োগ প্রাপ্ত এই কোচ। ওয়েস্ট ইন্ডিজের পিচ বরাবরের মতো বোলারদের জন্য সহায়ক হবে বলেই ধারণা এই টাইগার কোচের।
'ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে আমরা তিনদিন অনুশীলনের সুযোগ পাচ্ছি। শ্রীলঙ্কার বিপক্ষে ওদের চলতি সিরিজটি দেখলে বুঝবেন ওখানকার উইকেট বাউন্সি যা বোলারদের জন্য সহায়ক হবে। আমার মনে হয় আমাদের সঙ্গে সিরিজেও উইকেট এমনই হবে। অতএব যে ক'টা দিন আমরা এখানে সময় পাব ওভাবেই প্রস্তুতি নিব। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতির উইকেটও আশা করি আমাদের এখানকার মতোই হবে।'
আগামি ৪ জুলাই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১২ই জুলাই জ্যামাইকার স্যাবাইনা পার্কে।