গ্যাব্রিয়েলকে ভালোই চেনা রোডসের

ছবি:

কদিন পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সফরটি মোটেই সহজ নয় বাংলাদেশ দলের জন্য। আসন্ন এই সফরে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন টাইগার ব্যাটসম্যানরা। চ্যালেঞ্জ আছে টাইগারদের নতুন কোচ স্টিভ রোডসেরও।
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েই রোডস জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামবে বাংলাদেশ দল। জয় পাওয়াটাই মূল লক্ষ্য। দলের সবাই মিলে পারফর্ম করলে জয় পাওয়া অসম্ভব নয় বলেই মনে করেন টাইগারদের সদ্য নিয়োগ প্রাপ্ত কোচ।
‘জানি ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সহজ ও অনুকূল নয়। লংকানদের উড়িয়ে ক্যারিবীয়রা আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। তাদের সাথে সিরিজ মোটেও সহজ হবে না। সেটা আর সবার মতো আমারও জানা। তারপরও আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামবো। জেতাটাই লক্ষ্য। ওইযে বললাম টিমওয়ার্ক! সবাই মিলে ভালো পারফর্ম করলে জিততেও পারি।’

শ্রীলংকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের চলতি সিরিজে বল হাতে আগুন ঝরাচ্ছেন ক্যারিবিয়ান পেসাররা। বিশেষ করে বলতে গেলে সবার আগে নাম আসবে শ্যানন গ্যাব্রিয়েলের। শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন তিনি।
এই ক্যারিবিয়ান পেসারকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের নতুন কোচ রোডসের। উস্টারশায়ারে রোডসের অধীনে খেলেছেন গ্যাব্রিয়েল। ফলে তার সম্বন্ধে জানা সকল তথ্য টাইগার ক্রিকেটারদের মাঝে বিলিয়ে দেবেন বলে জানালেন স্টিভ রোডস।
‘আমি ঘরে বসে খুব কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি দেখেছি। তাদের যে ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল খুব ভালো করল তাকে আমি উস্টারশায়ারে কোচিং করিয়েছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই অভিজ্ঞতা আমি বাংলাদেশের ব্যাটসম্যানদের সাথে শেয়ার করবো।’