promotional_ad

নিদাহাসের ভূত এখনো সরেনি?

promotional_ad

নিদাসাহ ট্রফির ফাইনালে বাংলাদেশের জেতা ম্যাচ হাত থেকে বের হয়ে যায় রুবেল হোসেনের এক খরুচে ওভারে। নতুন ব্যাটসম্যান দীনেশ কার্ত্তিকের সামনে স্নায়ুর খেলায় হেরে গিয়েছিলেন বাংলাদেশের এই স্পেশালিস্ট ডেথ বোলার।


অথচ সেই ম্যাচে প্রথম তিন ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। শেষ ওভারে এসে খেই হারান রুবেল। নিদাসাহ ট্রফির ফাইনাল শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, 
'আগামীতে এমন মুহূর্তে বল করার জন্য আমি রুবেলকেই বেঁছে নেব।'


বড় মঞ্চে ব্যর্থ হওয়ার পর অধিনায়ককে পাশে পাওয়ার পরও ফের ব্যর্থ হয়েছেন এই সিনিয়র ফাস্ট বোলার। আফগান সিরিজের শেষ ম্যাচে চাপের মুখে ফের অচেনা রুবেলকে দেখতে হয়েছে বাংলাদেশি সমর্থকদের।



promotional_ad

এবা?? মোহাম্মদ নবীর সামনে ইয়র্কার লেন্থের বল সঠিক জায়গায় ফেলতে পারেন নি এই ফ্রন্ট লাইন ফাস্ট বোলার। ফলাফলটা রুবেল ও বাংলাদেশের জন্য মনে রাখার মত ছিল না। 


বিসিবি হাই পারফর্মেন্স ইউনিটের পেস বোলিং কোচ মাহবুব আলির দাবী, নিদাহাস ট্রফির ফাইনালের সেই ধাক্কা থেকে এখনো বের হতে পারেনি রুবেল। যার প্রভাব পড়েছে আফগানিস্তান সিরিজেও।


ক্রিকবাজের সাক্ষাৎকারে তিনি বলেছেন্ম, 'এটা হতে পারে, বোলার যখন এমন একটা ম্যাচের মধ্য দিয়ে যায় তখন এর প্রভাব পড়তেই পারে। মনের গহীনে ক্ষত থেকেই যায়। যার কারনে আবার একই রকম অবস্থার সম্মুখিন হলে আগের বাজে স্মৃতি ফিরে আসে।'



চাপের মুখে পারফর্ম করার দক্ষতা রুবেলের রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে বার বার তার প্রমান রেখেছেন তিনি। পেস বোলিং বিভাগের অন্যতম সেরা বোলার হিসেবে তাকে দ্রুত স্বরূপে ফিরতে হবে। 


আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের বেশি দেরি নেই। নিদাহাস ও আফগানিস্তান সিরিজের পারফর্মেন্স ছাপিয়ে রুবেল হোসেনকে বিশেষ কিছু করে দেখাতে হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball