promotional_ad

দানবীয় ব্যাটিংয়ের কাছে অস্ট্রেলিয়ার লজ্জার হার

promotional_ad

আন্তর্জাতিক ওয়ানডেতে ৪৮২ রান করে সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে লজ্জাজনক ভাবে হারালো ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৪২ রানের বিশাল ব্যবধানে হারতে হলো ২০১৫'র বিশ্ব চ্যাম্পিয়নদের। 


ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। অস্ট্রেলিয়াও এই ম্যাচের মধ্য দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে। রানের ব্যবধানের দিক থেকে এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যবধানের হার হিসেবে গণ্য হবে।
 
এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিক ইংলিশরা। ম্যাচের ফলাফল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। টসে হেরে আগে ব্যাট করা ইংলিশরা অজি বোলারদের পাড়ার বোলারে পরিনত করেন। 


জেসন রয় ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটিই ২০ ওভারে ইংলিশদের স্কোর দেড়শ ছাড়া করে।



promotional_ad

নিজের ভুলে রান আউট না হলেও রয় হতে পারতেন ম্যাচের প্রথম সেঞ্চুরিয়ান। ৮২ রান করে জেসন রয় বিদায় নিলেও আরেক ঝড় হিসেবে ক্রিজে আসেন অ্যালেক্স হেইলস। ক্রিজে এসেই রান তীব্রতা বাড়িয়ে যান তিনি।


দ্বিতীয় উইকেট জুটিতে পরের ১৫ ওভারে আরও দেড়শ রান যোগ করেন হেইলস ও বেয়ারস্টো। ৩৫ ওভারের দিকেই ইংলিশদের স্কোর গিয়ে দাঁড়ায় ৩১০ রানে। ৯২ বলে ১৩৯ রান করেন বেয়ারস্টো। ৫ ছক্কা আর ১৫ বাউন্ডারির মার ছিল বেয়ারস্টোর ইনিংসে। 


আরও বিধ্বংসী ব্যাটিং করেন অ্যালেক্স হেইলস। মাত্র ৯২ বলে ৫টি ছয় ও ১৬টি চারে ১৪৭ রান করেন তিনি। এই দুই ব্যাটসম্যান বিদায় নিলেও ৩০ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক ইয়োন মরগান। এক পর্যায়ে ওয়ানডে ইতিহাসে ৫০০ রানের রেকর্ড স্পর্শ করার সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৮১ রান তোলে ইংল্যান্ড।



সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি অজিরা। রান রেটেই চাপে ভেঙ্গেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ওপেনার ট্রাভিস হেড বাদে কেউই অর্ধশতর দেখা পায়নি। ৩৯ বলে ৫১ রান করেন তিনি। মার্কাস স্টইনিসের ৪৪ রান অজিদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। 


নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৭ ওভারে ২৩৯ রানেই গুঁটিয়ে যায় অস্ট্রেলিয়া। দুই স্পিনার রাশিদ ও মইন আলি নিয়েছেন সাত উইকেট। এছাড়া বাঁহাতি পেসার ডেভিড উইলির শিকার দুই উইকেট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball