কিংবদন্তীদের নামের পাশে শ্যানন গ্যাব্রিয়েল

ছবি:

রোমাঞ্চ জাগিয়ে বৃষ্টি আর আলোক স্বল্পতায় ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার সেন্ট লুসিয়া টেস্ট ড্র হয়েছে। তবে এই ম্যাচে দারুণ বোলিং করে নজর কেড়েছেন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল।
আর দাপুটে বোলিংয়ে নাম লিখিয়েছেন কিংবদন্তীদের কাতারে। যেই তালিকায় আছেন কার্টলি অ্যামব্রোস, অ্যান্ডি রবার্টস, কোর্টনি ওয়ালশ, মাইকেল হোল্ডিংদের মতো তারকারা। গ্যাব্রিয়েল সবশেষ টেস্টে বল হাতে নিয়েছেন ১৩ উইকেট।
১৯৯৫ সালে সমানসংখ্যক ১৩টি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সেবার মাত্র ৫৫ রানের বিনিময়ে ১৩টি উইকেট শিকার করেছিলেন তিনি। আর শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে ১৩ উইকেট শিকার করতে ১২১ রান খরচ করেছেন।

য়েস্ট ইন্ডিজের হয়ে একম্যাচে সেরা বোলিং ফিগারের রেকর্ডে গ্যাব্রিয়েল আছেন তিন নম্বরে। ১৪টি উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন ক্যারিবিয়ান কিংবদন্তী পেসার মাইকেল হোল্ডিং। ১৯৭৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন এই কিংবদন্তি পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছিলেন গ্যাব্রিয়েল। দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এই পেসার। একাই তুলে নিয়েছেন আট উইকেট। মূলত তিনিই একাই ধসিয়ে দিয়েছেন লঙ্কানদের ব্যাটিং অর্ডার।
চলতি মাসের শেষের দিকেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই সফরে শ্যানন গ্যাব্রিয়েলের নাম আলাদা ভাবেই স্মরণ রাখবে বাংলাদেশ।