promotional_ad

বিশ্বকাপ জেতার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে পাকিস্তানঃ ওয়াকার

promotional_ad

২০১৭ সালের ১৮ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান ক্রিকেট দল। এই দিনটি স্মরণীয় হয়ে আছে পাকিস্তানি ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত সমর্থকদের মাঝে।


সেই দিনটির কথা মনে করেই পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস ২০১৯ বিশ্বকাপে জয়ী কে হবে, তা নিয়ে ভবিষ্যতবাণী করেছেন। সাবেক এই ক্রিকেটার মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা আগামী বিশ্বকাপে কাজে লাগবে পাকিস্তানের।


ইউনুস বলেছেন, "ইংল্যান্ডের পরিবেশ সম্পর্কে যে অভিজ্ঞতা পাকিস্তান অর্জন করেছে, তা আগামী বছরের বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে দলের আত্মবিশ্বাস বাড়াবে।" আগামী বছর ৩০ মে থেকে বিশ্বকাপের খেলা শুরু হবে।



promotional_ad

গত বছর ইংল্যান্ডের মাটিতেই ১৮০ রানের ব্যবধানে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। চলতি বছর লর্ডস টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে বড় হারের লজ্জা দিয়েছে দলটি। ফলে, ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছে পাকিস্তান দলের। এমনটাই মনে করেন পাকিস্তানের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা ওয়াকার ইউনিস।


"ইংল্যান্ডের পরিবেশে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে ধারনা রয়েছে পাকিস্তান দলের। কিছুদিন আগেই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও জিতেছে পাকিস্তান।"


আগামী বিশ্বকাপ জেতার সম্ভাবনা সব থেকে বেশি ওয়াকার ইউনুসেরই। ইংল্যান্ডের মাটিতে প্রচুর প্রবাসী পাকিস্তানি থাকেন ফলে দলের উপর বাড়তি কিছুটা চাপ থাকবে বলেও মনে করেন তিনি।



"পাকিস্তানেরই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের প্রচুর লোক ইংল্যান্ডে থাকেন। তাই দলের ওপর চাপও বেশ থাকবে।"


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball