promotional_ad

আফগানদের থেকে আমরা দুর্বল ছিলাম- সাকিব

promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়াটাকে হতাশাজনক হিসেবে আখ্যা দিয়েছেন টাইগারদের টি টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে এই ফরম্যাটে যে আফগানরা বাংলাদেশের থেকে যথেষ্ট শক্তিশালী সেটিও অস্বীকার করছেন না তিনি। 


যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব জানিয়েছেন ফরম্যাটটি টি টুয়েন্টি বলেই খেই হারিয়েছে বাংলাদেশ দল। এক্ষেত্রে র‍্যাংকিংয়ের প্রসঙ্গও টেনেছেন তিনি। টাইগারদের থেকে বর্তমানে টি টুয়েন্টি র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আছে আফগানরা। তাই সাকিব বলছিলেন, 


'হতাশাজনক অবশ্যই। দলটা আফগানিস্তান এই জন্যই হয়তো দর্শকরা হতাশ। কিন্তু একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, ওরা আমাদের থেকে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে। টি-টুয়েন্টি একটা আলাদা ফরম্যাট যেখানে আমরা সবচেয়ে দুর্বল, ওরা আমাদের তুলনায় শক্তিশালী। একই সাথে ওদের ক্রিকেটারদের টি-টুয়েন্টির রেকর্ডও আমাদের থেকে ভালো।'


তবে আফগানদের পরাজিত করার মতো সামর্থ্য কিংবা শক্তিমত্তা যে ছিলো না বাংলাদেশের তেমনটি মানতে নারাজ সাকিব। তাঁর মতে ফলাফল যা এসেছে তা একেবারেই প্রত্যাশিত ছিলো না দলের জন্য। টাইগার অধিনায়কের ভাষ্যমতে,  



promotional_ad

'স্বাভাবিকভাবেও আমরা ওদের তুলনায় দুর্বল দল ছিলাম, আমি বলব না আমাদের সামর্থ্য ছিল না। অবশ্যই সামর্থ্য ছিল, কিন্তু এই ফলাফলটা আমরাও আশা করি নি। আমাদের ক্রিকেট এখন যেই পর্যায়ে আছে, সে হিসেবে এমন ফলাফল কেউই আশা করবে না। স্বাভাবিকভাবেই এমন ফলাফলের পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হবে এটা আমরা বুঝতে পারেছিলাম এবং আমরা দল হিসেবে বিষয়টি মেনে নিয়েছি। ফলাফল হিসেবে এমন প্রতিক্রিয়া আমরা প্রত্যাশা করি।'


অবশ্য এই পরাজয়ের ফলে ভেঙ্গে পরার কিছু নেই বলেও বিশ্বাস করেন সাকিব। তিনি মনে করেন খেলায় উত্থান পতন থাকাটাই স্বাভাবিক। এই কারণে হতাশ না হয়ে সামনে এগোনোর দিকেই বেশি মনোযোগ দিতে প্রত্যয়ী তিনি। সাকিব বলছিলেন,


'ওদের ভালো ক্রিকেটার ছিল, তবে আমরা অন্তত দুটি ম্যাচ জেতার মত দল ছিলাম। সেটা হয়নি কিন্তু খেলাতে উত্থান পতন থাকবেই। পৃথিবীর সব বড় ক্রিকেটার ও বড় দলের ক্ষেত্রেও এটা সত্য। তাই খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই, এখান থেকে আমরা যত বেশি শিক্ষা নিতে পারি তত বেশি ভালো হবে।'


পরাজয়ের মূল কারণও ব্যাখ্যা করেছেন সাকিব। ম্যাচ জয়ের জন্য দলের সবারই অবদান রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি। কিন্তু আ???গানিস্তানের বিপক্ষে সেটি না হওয়াতেই বিপত্তিটা হয়েছে। পাশাপাশি কিছু টেকনিক্যাল বিষয়ও রয়েছে যা সরাসরি উল্লেখ করেননি সাকিব। তাঁর বক্তব্য,  



'অনেক ছোট ছোট টেকনিক্যাল বিষয় থাকে যা আমরা দলের ভেতর থেকে অনুভব করি, এসব বাইরে বলা সম্ভব না। আমরা দল হিসেবে ভালো করলেই ফলাফল আমাদের পক্ষে আসে। আমাদের দলটায় বেশিরভাগ ক্রিকেটারদের অবদান রাখতে হয়, ম্যাচ জেতার জন্য। আফগান সিরিজে ব্যাটিং কিংবা বোলিংয়ে সেটা হয়ে ওঠে নি। এটাই আমাদের হারের মূল কারন। আর ছোট ছোট টেকনিক্যাল বিষয় আছে যা আমি বলে বুঝাতে পারব না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball