promotional_ad

৩৪ বছরের ইতিহাসে সর্বনিম্ন র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়া

promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে একেবারেই নাজুক অবস্থার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া। একে তো সিরিজ হারের শঙ্কা তার ওপর যুক্ত হয়েছে র‍্যাংকিংয়ে অবনমনের জ্বালা। 


টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ছয় নম্বরে নেমে গেছে পরাশক্তি অস্ট্রেলিয়া। আর এটি গত ৩৪ বছরের মধ্যে অজিদের সর্বনিম্ন ওয়ানডে র‍্যাংকিং।


অবশ্য র‍্যাংকিংয়ে উন্নতি করার সুযোগ এই সিরিজেই থাকছে অজিদের। বাকি তিন ম্যাচের মধ্যে একটিতে জয় পেলেই পাকিস্তানকে টপকে পাঁচে উঠে আসতে সক্ষম হবে টিম পেইনের দল।  



promotional_ad

এদিকে ক্রিকেট ডট কম ডট এইউয়ের দেয়া তথ্য মতে, সর্বশেষ ১৯৮৪ সালে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের ষষ্ঠ অবস্থানে নেমে গিয়েছিলো অস্ট্রেলিয়া।  


র‍্যাংকিংয়ের এই অবনমনই প্রমাণ করে কতটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে অজিরা। কয়েকদিন আগে বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ হয়েছেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ এবং ওপেনার ডেভিড ওয়ার্নার।


এরপর অধিনায়কত্বের দায়িত্বভার তুলে দেয়া হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইনের কাঁধে। তাঁর অধীনে দল কিরূপ পারফর্ম করছে সেটি তো সাম্প্রতিক ফলাফল দেখলেই বোঝা যাচ্ছে।  



তবে অজিদের খারাপ সময় শুরু হয়েছিলো গত বছর থেকেই। গত বছরের জানুয়ারিতে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে পরাজিত করার পর থেকে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডেতে মাত্র ১৩টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যার মধ্যে তিনটি দ্বিপাক্ষিক সিরিজও হেরেছে তারা।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball