promotional_ad

গ্যাব্রিয়েল, রোচের দাপুটে বোলিংয়েও এগিয়ে লঙ্কানরা

promotional_ad

অনেকটাই জমে উঠেছে সেন্ট লুসিয়া টেস্ট। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা এগিয়ে আছে বর্তমানে ২৮৭ রানের বড় ব্যবধানে, হাতে রয়েছে দুটি উইকেট। 


যদিও লঙ্কানদের লিড আরও বেশি হতে পারতো যদি না তারা তৃতীয় দিনের খেলা যথাসময়ে শুরু করতো। কিন্তু ম্যাচের তৃতীয় দিন সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বল টেম্পারিংয়ের অভিযোগ আনার প্রতিবাদে দুই ঘণ্টা বিলম্বে মাঠে নেমেছিলো শ্রীলঙ্কা। (পড়ুন বিস্তারিত- শ্রীলঙ্কার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ)


পরবর্তীতে ৩৪ রান নিয়ে খেলতে নেমে কুশল মেন্ডিস এবং নিরোশান ডিকওয়েলার জোড়া হাফসেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৩৪ রান নিয়ে দিনের খেলা শেষ করতে সক্ষম হয় সফরকারীরা। মেন্ডিস ৮৭ রান করে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন।


অপরদিকে উইকেটরক্ষক ডিকওয়েলা খেলেছেন ৬২ রানের একটি অনবদ্য ইনিংস। এই দুই ব্যাটসম্যান ছাড়াও খুব একটা খারাপ খেলেননি অধিনায়ক দীনেশ চান্ডিমাল এবং ডান হাতি ব্যাটসম্যান রোশন সিলভা। চান্ডিমাল ৩৯ এবং সিলভা ৪৮ রান করেছেন।  


তবে তিনশত রানের কাছাকাছি লিড পেলেও লঙ্কান ব্যাটসম্যানদের বেশিরভাগই খুব একটা সুবিধা করতে পারেননি ক্যারিবিয়ান ফ্রন্ট লাইন পেসার শ্যানন গ্যাব্রিয়েলের বোলিং তোপের কাছে। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা গ্যাব্রিয়েল দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন লঙ্কানদের ৬টি উইকেট। যেখানে ছিলো মেন্ডিস, ডিকওয়েলা এবং রোশনের উইকেট তিনটিও। 



promotional_ad

২ উইকেট নিয়ে গ্যাব্রিয়েলকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক পেস তারকা কেমার রোচ। টেস্টের শেষ দিন হয়তো ক্যারিবিয়ান এই বোলিং লাইন আপের সামনে বেশিক্ষণ টিকতে পারবে না সফরকারীরা।  কেননা ক্রিজে আছেন দুই বোলার আকিলা ধনঞ্জয়া (১৬) এবং সুরঙ্গা লাকমল (৭)। 


এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক দীনেশ চান্ডিমালের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ২৫৩ রান সংগ্রহ করেছিলো শ্রীলঙ্কা। লঙ্কানদের এত অল্প রানে বেঁধে ফেলার পেছনে মূল প্রভাবক ছিলেন দুই ক্যারিবিয়ান পেসার কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল। রোচ ৪টি এবং গ্যাব্রিয়েল তুলে নিয়েছিলেন ৫টি উইকেট। 


লঙ্কানদের এই রানের জবাবে খেলতে নেমে অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেননি ক্যারবিয়ান ব্যাটসম্যানেরাও। তাদেরকে ৩০০ রানেই অলআউট করে দিতে সক্ষম হয়েছিলো সফরকারী শ্রীলঙ্কার বোলাররা। বিশেষ করে দুই পেসার লাহিরু কুমারা এবং কাসুন রাজিথা ছিলেন যথেষ্ট বিধ্বংসী। 


কুমারা ৪টি এবং রাজিথা তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। আর ২টি উইকেট পেয়েছেন আরেক পেসার সুরঙ্গা লাকমল। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের পক্ষে ব্যাট হাতে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার ডেভন স্মিথ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডওরিচ। স্মিথ ৬১ এবং ডওরিচ ৫৫ রান করেন। এছাড়াও রস্টন চেজ ৪১, কাইরন পাওয়েল ২৭ এবং ক্রেইগ ব্র্যাথওয়েট ২২ রান করেন।  


ওয়েস্ট ইন্ডিজ একাদশ-



ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।


শ্রীলঙ্কা একাদশ-


কুশল পেরেরা, মাহেলা উদাওয়াত্তে, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), রোশন সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball