promotional_ad

আম্পায়ারদের নতুন এলিট প্যানেল ঘোষণা

promotional_ad

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার ২০১৮-১৯ মৌসুমের জন্য আম্পায়ারদের এল??ট প্যানেল ঘোষণা করেছে। গত মৌসুমের এলিট প্যানেল অপরিবর্তিত রেখেছে তারা।


গত মৌসুমে বর্তমান এলিট প্যানেলের আম্পায়ারদের সফলতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এমনটাই জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। এদিকে, গত মৌসুমেও একই সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।


বেশ অনেকদিন ধরেই আইসিসির আম্পায়াদের এই এলিট প্যানেলে জায়গা নিয়ে আছেন আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস গাফেনি, ইয়ান গোল্ড, রিচার্ড লিংওর্থ, রিচার্ড ক্যাটেলব্রো, নাইজেল লং, ব্রুস ওক্সেনফোর্ড, সুন্দারাম রবি, পল রাইফেল এবং রড টাকার।



promotional_ad

এদিকে আইসিসির ম্যাচ রেফারিদের প্যানেলে রয়েছেন, ডেভিড বুন, ক্রিস ব্রড, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট, জাভাগাল শ্রীনাথ এবং রিচি রিচার্ডসন। খেলোয়াড়ি জীবন শেষে আইসিসিতেই নিজেদের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তারা।


এলিট আম্পায়ারদের এলিট প্যানেল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষকের একটি বিশেষ সিলেকশন প্যানেল। এই প্যানেলের দায়িত্বে ছিলেন- আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস, আইসিসির প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।


তাদের সঙ্গে ছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড এবং সাবেক ভারতীয় অধিনায়ক শ্রীনিবাস ভেঙ্কাটারাগাভান। আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারদের প্যানেলে রয়েছে তিনজন বাংলাদেশী আম্পায়ার। তারা হলেন শরফদ্দৌলা ইবনে সৈকত, আনিসুর রহমান ও মাসুদুর রহমান মুকুল।



তাছাড়া ৪ জন করে আম্পায়ার রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। তিন জন করে আম্পায়ার রয়েছে আফগানিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball