উইন্ডিজ সফরে বাংলাদেশের সম্ভাব্য টেস্ট দল

ছবি:

কদিন পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সেই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজকে সামনে রেখে সম্ভবত ১৫ সদস্যের দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে ডাকা হতে পারে দুই অনভিজ্ঞ পেসার ইয়াসিন আরাফাত ও আবু জায়েদ রাহীকে। দলের অধিনায়ক হিসেবে মাঠে ফিরবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরে সাদা পোষাকে ম্যাচ খেলেননি সাকিব।
আর ইনজুরির কারণে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ খেলতে পারেননি এই অলরাউন্ডার। ফলে সেই সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দলে সবচেয়ে বড় চমক ইয়াসিন আরাফাতই।

গত মার্চে ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ম্যাচে একাই ৮ উইকেট নিয়ে নজর কাড়েন এই তরুণ পেসার। আর দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ইনজুরির কারণে খেলতে না পারলে তার বদলে দলে রাখা হতে পারে আবু জায়েদ রাহীকে।
তাছাড়া দলে ফিরতে পারেন পেসার রুবেল হোসেন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলে থাকার সম্ভাবনা আছে সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, নাঈম হাসান, তানবীর হায়দার ও মোসাদ্দেক হোসেনেরও।
সম্ভাব্য দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, লিটন দাশ, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মমিনুল হক, নুরুল হাসান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ, ইয়াসিন আরাফাত।