প্রোটিয়াদের ১২৯ বছরের লজ্জার রেকর্ড ভাঙল আফগানরা

ছবি:

বেঙ্গালুরুতে নিজেদের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে মাত্র দুইদিনেই হেরেছে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ইনিংসে তাদের ইনিংস গুটিয়ে যায় ১০৯ রানে। ফলে ফলোঅনে পড়ে আবারও ব্যাটিংয়ে নামে আফগানরা।
দ্বিতীয় ইনিংসে তাদের ইনিংসটি শেষ হয়েছে ১০৩ রানে। ফলে লজ্জার এক রেকর্ড গড়েছে রশিদ-আজগররা। তারা দক্ষিণ আফ্রিকার ১২৯ বছরের লজ্জার রেকর্ড ভেঙেছে। ১৮৮৯ সালে পোর্ট এলিজাবেথে নিজেদের টেস্ট অভিষেকে দুঃস্বপ্নের সূচনা হয়েছিল প্রোটিয়াদের। প্রথম ইনিংসে তারা অল আউট হয়ে গিয়েছিল মাত্র ৮৪ রানে।
আর দ্বিতীয় ইনিংস শেষ হয়েছিল ১২৯ রানে। তারা দুই ইনিংস মিলিয়ে তুলেছিল ২১৩ রান। অভিষিক্ত কোনো দলের সবচেয়ে কম রানের রেকর্ড ছিল এটাই। ভারতের বিপক্ষে প্রোটিয়াদের চেয়ে মাত্র ২ রান কম করায় লজ্জার রেকর্ডে সবার উপরে এখন আফগানরা।

দুই ইনিংস মিলিয়ে তাদের মোট রান ২১১। নিজেদের টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে সবচেয়ে কম রান করার রেকর্ডে এত দিন দক্ষিণ আফ্রিকার পরই ছিল নিউজিল্যান্ড। ১৯৩০ সালে ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে অলআউট ১১২ রানের।
কিউইরা ম্যাচটি ৮ উইকেটের ব্যাবধানে হেরেছিল। বেশিরভাগ দলেরই টেস্ট অভিষেক ভালো হয়নি। অভিষিক্ত দলগুলোর মধ্যে টেস্ট অভিষেকে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে তারা প্রথম ইনিংসে আড়াই শ করতে পারেনি।
ব্যানারম্যান একাই ১৬৫ রান করেছিলেন। তবু অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ২৪৫ রানে। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ১৯৬ রানে। ফলে ইতিহাসের প্রথম টেস্ট ফল দেখে। অস্ট্রেলিয়া জিতে যায় ৪৫ রানে।