promotional_ad

রোচ, গ্যাব্রিয়েলদের দাপট দেখলো সেন্ট লুসিয়াও

promotional_ad

নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ যে কতটা শক্তিশালী সেটি প্রমাণিত হলো আবারো। সফরকারি শ্রীলঙ্কার বিপক্ষে পোর্ট অফ স্পেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২২৬ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্টেও দাপট দেখিয়ে যাচ্ছে জ্যাসন হোল্ডারের দল।


সেন্ট লুসিয়াতে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে এখন পর্যন্ত ভালো অবস্থানেই আছে ক্যারিবিয়ানরা। টেস্টের প্রথম দিন তারা লঙ্কানদের মাত্র ২৫৩ রানেই অলআউট করে দিয়েছে। এরপর নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে বিনা উইকেটে ২ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।


ম্যাচের প্রথম দিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্ডিমাল। তবে তাঁর সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করতে সময় নেননি ক্যারিবিয়ান পেসাররা। আরো নির্দিষ্ট করে বলতে হলে দুই ফ্রন্ট লাইন পেসার কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েলের কথা না বললেই নয়।


এই দুই ক্যারবিয়ান গতি তারকাই মূলত ধ্বস নামিয়েছেন লঙ্কানদের শক্তিশালী ব্যাটিং লাইন আপে। ১৬ ওভারে ৫৯ রানে একাই ৫ উইকেট তুলে নিয়েছিলেন গ্যাব্রিয়েল। অপরদিকে ৪৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে গ্যাব্রিয়েলকে যোগ্য সঙ্গ দিয়েছেন কেমার রোচ।



promotional_ad

আর ১ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়ার কাজটি করেছেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। এদিকে ক্যারিবিয়ান পেসারদের তান্ডবে একেবারেই ম্লান হয়ে গেছে লঙ্কান অধিনায়ক দীনেশ চান্ডিমালের দুর্দান্ত হার না মানা সেঞ্চুরিটি।


বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে একাই বুক চিতিয়ে লড়াই করে গিয়েছেন তিনি। চান্ডিমাল ১৮৬ বলে ১১৯ রানের অপরাজিত ইনিংসটি না খেললে হয়তো আরো কম রানে গুঁটিয়ে যেতো সফরকারীরা। লঙ্কান অধিনায়ক ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন কুশল মেন্ডিস।


আর ৩৫ রান এসেছে ওপেনার কুশল পেরেরার ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানদের আর কেউই বলার মতো রান করতে পারেননি। টেস্টের দ্বিতীয় দিন ক্যারিবিয়ানদের পক্ষে দুই অপরাজিত ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং ডেভন স্মিথ খেলতে নামবেন।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ-



ক্রেইগ ব্র্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।


শ্রীলঙ্কা একাদশ-


কুশল পেরেরা, মাহেলা উদাওয়াত্তে, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), রোশন সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, কাশুন রাজিথা, লাহিরু কুমারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball