promotional_ad

অল্পের জন্য লজ্জার রেকর্ড থেকে রক্ষা রশিদের

promotional_ad

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাদা পোষাকের ক্রিকেটে প্রথম উইকেটের দেখা পেয়েছেন আফগান স্পিনার রশিদ খান। তবে উইকেটটা পেতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে ১২৩ বল, আর ১০৯ রান।


উইকেট পাওয়ার চেয়ে লজ্জার রেকর্ড এড়ানোয় রশিদের মুখের হাসিটা একটু বেশি চওড়া হয়েছে। বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে ২৫ ওভারে দিয়েছেন ১১৮ রান, ওই একটাই উইকেট। সীমিত ওভারের ক্রিকেটে দলের বোলিংয়ের প্রধান ভরসা রশিদই।


তবে, টেস্ট বলেই বল হাতে এতোটা প্রভাব বিস্তার করতে পারেননি তিনি। সকালের দুই সেশনেই নির্বিষ বোলিং করে গেছেন। একসময় উঁকি দিচ্ছিল টেস্ট অভিষেকে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড। এই রেকর্ডটি বর্তমানে ইংলিশ স্পিনার আদিল রশিদের দখলে।



promotional_ad

২০১৫ সালের অক্টোবরে আবুধাবি টেস্টে নিজের অভিষেকে ১৬৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য আদিল রশিদ। এই তালিকায় দুইয়ে আছেন ব্রাইস ম্যাকগেইন। ২০০৯ সালের ১৯ মার্চ কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ম্যাকগেইন।


এই তালিকার সবচেয়ে উপরে থাকা দুজনই লেগ স্পিনার। ভারত-আফগানিস্তান টেস্টে আরেক লেগ স্পিনার রশিদ খানকে সেই লজ্জার রেকর্ড ধাওয়া করছিল। আফগানিস্তানের অভিষেক টেস্টে রশিদকে পাত্তাই দেননি ভারতীয় ব্যাটসম্যানরা।


১৮তম ওভারে এসে প্রথম মেডেন পেয়েছেন রশিদ। তাকে সবচেয়ে বেশি মেরেছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। প্রথম দিন শেষে ১১৫ রান দিয়ে রশিদ পেয়েছেন ১ উইকেট। ইকোনমি একটা সময় সাতের ওপর ছিল। তবে স্বস্তির বিষয় দিন শেষে তা নেমে এসেছে ছয়ের নিচে!



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball