পাত্তাই পেল না স্কটল্যান্ড

ছবি:

পাকিস্তান যে কেন আন্তর্জাতিক টি টুয়েন্টিতে এক নম্বর দল তা আরো একবার হাতেনাতে প্রমাণ পেলো আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড। এডিনবার্গে স্কটিশদের বিপক্ষে প্রথম টি টুয়েন্টি ম্যাচে ৪৮ রানের বড় জয় পেয়েছিলো সরফরাজ আহমেদের পাকিস্তান।
এরপর বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে একই মাঠে ৮৪ রানের জয় তুলে নিয়েছে তারা। এদিন শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সরফরাজ। পরবর্তীতে অলরাউন্ডার শোয়েব মালিকের হার না মানা ৪৯ রানের ওপর ভিত্তি করে নির্ধারিত ২০ ওভারে ১৬৬ রান সংগ্রহ করে পাকিস্তান।
মালিক ছাড়াও রানের দেখা পেয়েছেন ওপেনার ফখর জামান এবং আহমেদ শেহজাদ। এই দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৩৩ এবং ২৪ রান। বাদবাকি ব্যাটসম্যানদের মধ্যে হোসেন তালাত এবং শাদাব খান ১৭ রানের ইনিংস খেলেছেন।
স্কটিশদের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন মাইকেল লিস্ক। তিনি ৪ ওভার বোলিং করে ৩১ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। অপরদিকে ক্রিস সোল ৩৮ রানে নিয়েছেন ২টি উইকেট। টি টুয়েন্টি ক্রিকেটে ১৬৭ রানের লক্ষ্য খুব বেশি বড় নয়।

তবে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে যে এই রান প্রতিপক্ষের জন্য অনেকটা পর্বত ডিঙ্গানোর মতোই সেটাই যেন প্রমাণ মিললো স্কটল্যান্ডের ব্যাটিংয়ে। সরফরাজ বাহিনীর ছুঁড়ে দেয়া লক্ষ্যে খেলতে নেমে ৩২ বল আগেই মাত্র ৮২ রানে অলআউট হয়ে গেছে স্কটিশরা।
আর স্কটল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর মূল কাজটি করেছেন পাকিস্তানের ডান হাতি পেসার ফাহিম আশরাফ। মাত্র ৫ রানের বিনিময়ে একাই ৩ উইকেট শিকার করেছেন তিনি। ৪ রান খরচায় ২ উইকেট নিয়ে আশরাফকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক পেসার উসমান খান।
এছাড়াও মোহাম্মদ নেওয়াজ এবং শাদাব খান ১টি করে উইকেট পেয়েছেন। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৫ রান করতে পেরেছেন শুধু কালাম ম্যাকলেওড। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান এসেছে তিন নম্বরে খেলতে নামা রিচি বেরিংটনের ব্যাট থেকে।
বাকিদের মধ্যে আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের উসমান খান।
পাকিস্তান একাদশ-
ফখর জামান, আহমেদ শেহজাদ, হোসেন তালাত, সরফরাজ আহমেদ (অধিনয়ায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলি, উসমান খান।