promotional_ad

কিউই নারী ক্রিকেটারের ব্যাটে নতুন বিশ্ব রেকর্ড

promotional_ad

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচেই চারশো এর উপরে রান করেছিল নিউজিল্যান্ড নারী দল। প্রথম ম্যাচে ১০ উইকেট হারিয়ে ৪৯০ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ডের মেয়েরা।


এর পরের ম্যাচে ৪১৮ রানের বড় সংগ্রহ গড়েছিল তারা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ৪৪০ রানের বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। ব্যাট হাতে মাত্র ১৪৫ বলে ২৩২ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন মাত্র ১৭ বছর বয়সী এমেলিয়া কার।


তার ব্যাটেই ২১ বছর পর নারীদের ক্রিকেটে দ্বিতীয় ওডিআই দ্বিশতকের দেখা মিলল এবং সেটাও বিশ্বরেকর্ড গড়ে! মাত্র ১৭ বছর ২৪৩ দিন বয়সী কিউই এমিলিয়া কার এই অবিশ্বাস্য কীর্তিটি করলেন!



promotional_ad

১৯৯৭ বিশ্বকাপে মুম্বাইয়ে ডেনমার্কের বিপক্ষে ২২৯ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা কার্ক। কারের তখন জন্মও হয়নি। দীর্ঘদিনের সেই রেকর্ডই এবার ভেঙে দিলেন ১৭ বছর বয়সী কার।


বিশ্বরেকর্ডের পাশাপাশি তিনি হয়েছেন দেশের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছেন! এমেলিয়ার ২৩২ রানের ইনিংসটি ৩১ টি চার এবং ২ টি ছক্কায় সাজানো ছিল। আর তাতেই রানের পাহাড়ে ওঠে কিউই মেয়েরা।


সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মেয়েদের ৩৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড নারী দল। আর দ্বিতীয় ম্যাচের আইরিশদের ৩০৬ রানের ব্যবধানে হারায় তারা।



চলতি সিরিজে কিউই মেয়েরা ১৩৪৮ রান করেছে তিন ম্যাচে। নারী দলের কোনো সিরিজের কোনো দলের এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। ফলে বলাই যায় দুর্দান্ত একটি সিরিজ কাটলো কিউই মেয়েদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball