অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত সাবেক কিউই তারকা

ছবি:

ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার ধরা হয় নিউজিল্যান্ডের কিংবদন্তী অলরাউন্ডার রিচার্ড হ্যাডলিকে। একসময় ব্যাটে বলে বিশ্ব ক্রিকেট শাসন করেছেন তিনি। ৬৩ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
তার ক্যান্সারের কথা নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা এক বিবৃতিতে বলেছে, ‘গত মাসে নিয়মমাফিক চেক করতে গেলে অন্ত্রের ক্যান্সার ধরা পড়ে। ইতোমধ্যে তার টিউমারটি সরাতে অস্ত্রোপচার করা হয়েছে।’

এই ক্যান্সার থেকে তার সেড়ে ওঠাও সম্ভব বলে মনে করছে কিউই ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে স্বাভাবিক নিয়মেই তারা কেমো থ্যারাপি চলবে, ‘সার্জারি দারুণভাবে সফল হয়েছে। এরপর থেকে তিনি সুস্থ হয়ে উঠছেন। তবে আরও নিরাপদের জন্যে কেমো থ্যারাপি চলবে স্বাভাবিক নিয়মে।’
আশির দশকে মাঠ দাপিয়ে বেড়ানো পেসারদের একজন স্যার হ্যাডলি। অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যের কারণে তাকে আজীবন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা। ফলে ইয়ান বোথাম, কপিল দেব ও ইমরান খানদের নামের সঙ্গে সবসময় উচ্চারিত হয় তার নাম।
আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ৮৬ ম্যাচে ৪৩১টি উইকেট দখল করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সময় এটাই ছিল কোনো বোলারের সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড। তাছাড়া ব্যাট হাতে ২৭.১৬ গড়ে করেছেন ৩ হাজার ১২৪ রান।