শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে মুস্তাফিজ?

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব শেষ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সেই আসরেই পায়ের ইনজুরি নিয়ে দেশে ফেরেন এই পেসার। ফলে আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে পারেননি তিনি।
কদিন পরেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টে মুস্তাফিজের না থাকা একপ্রকার নিশ্চিতই। তবে, সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বাংলাদশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মুস্তাফিজের ফিটনেস ঝালাই করিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ এ দলে ডাকা হতে পারে তাকে।
দেবাশীষ বলেছেন, ‘আমাদের একটা পরিক???্পনা আছে- ওকে আমরা আসন্ন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ‘এ’ দলের যে খেলা আছে সেখানে খেলাবো। ফিটনেসের জন্যই মূলত দুটি ম্যাচ খেলাব। যদি সে প্রথম ও দ্বিতীয় ম্যাচটি কোনো ঝক্কি ছাড়া খেলতে পারে তারপরে সে উইন্ডিজে দলের সাথে যোগ দিতে পারবে।‘

৪ জুলাই থেকে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া উইন্ডিজ-বাংলাদেশর মধ্যকার প্রথম টেস্টে মুস্তাফিজের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই প্রসঙ্গে দেবাশীষ জানিয়েছেন, ‘প্রথম টেস্টে থাকাটা ওর জন্য কঠিন হবে। আসলো ও বোলিং শুরু করলে বুঝতে পারবো সিরিজে সে খেলতে পারবে কী না। তবে সামান্যতম সমস্যা হলেও ওকে আমরা খেলার অনুমতি দেব না।’
মুস্তাফিজের মাঠে ফিরতে ঈদের পরে আরও এক সপ্তাহ লাগবে বলে নিশ্চিত করেছেন বিসিবির এই চিকিৎসক। এর বেশিও লাগতে পারে। এই পুরো ব্যাপারটিই নির্ভর করছে তার উন্নতির উপর।
‘ঈদের পরে ওকে হাঁটার অনুমতি দেব। সেটা যদি ও করতে পারে তাহলে দৌড়ানোর অনুমতি পাবে। আমরা ধরে নিচ্ছি বোলিং করতে ওর ঈদের পরেও সপ্তাহখানেক লেগে যাবে। এটাও নির্ভর করছে ওর উন্নতির ওপর।’
উল্লেখ্য, আগামী ২৬শে জুন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৩ জুন। এর পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২২শে জুলাই।