রাজ্জাক-তুষারদের বেতন বেড়ে দ্বিগুণ

ছবি:

কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলাদা একটা চুক্তি থাকে। সেই তালিকায় ৭৭ জন ক্রিকেটার আছেন। তাদের বেতন প্রায় ৩০ হাজার টাকা করে।
এ চুক্তিতে এবার আবদুর রাজ্জাক, তুষার ইমরান, আবু জায়েদ, মোসাদ্দেক হোসেন ও আফিফ হোসেনকে নিয়ে বিশেষ একটা ক্যাটাগরি করা হয়েছে। এই পাঁচজনের প্রত্যেকে পাবেন প্রায় ৭৫ হাজার টাকা করে।
মূলত ঘরোয়া ক্রিকেটে অসামান্য অবদান রাখায় তুষার ইমরান ও আব্দুর রাজ্জাকের তাদের এই স্বীকৃতিটা প্রাপ্যই ছিল। তবে এই তালিকায় মোসাদ্দেক-আবু জায়েদ ও আরফুলের নাম বেশ বড় চমক।

আফিফ-মোসাদ্দেক হোসেনরা গত ৬-৭ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। তাদের এই চুক্তিতে থাকাটা কিছুটা স্বাভাবিক হলেও আরিফুল এবারই প্রথম বিসিবির চুক্তিতে অন্তর্ভূক্ত হয়েছেন। ফলে তার এই বেতন অবাক করেছে সবাইকে।
আরিফুল-আফিফদের বেতন বাড়ার দিনে বিসিবি বলছে, ভবিষ্যতের কথা চিন্তা করেই আফিফের মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের আর্থিক সুবিধা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম গত এপ্রিলেই জানিয়েছে বিসিবি।
বাকি ছিল শুধু ‘রুকি’ শ্রেণি। আগে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের জন্য নির্ধারিত ছিল বিসিবির ডি শ্রেণি। যাদের বেতন ছিল ১ লাখ টাকা করে। এবার সেই শ্রেণী প্রবর্তন করে করা হয়েছে রুকি শ্রেণী। এই শ্রেণিতে যোগ করা হয়েছে লিটন দাস, আবু হায়দার ও নাজমুল হোসেনকে।