আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন শামি

promotional_ad

আগামী ১৪ই জুন ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। এই ঐতিহাসিক টেস্টের ভারত দল থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি। মূলত ফিটনেস ট্রেনিংয়ে ফেল করায় তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।


কয়েকদিন আগে থেকেই ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে ভুগছেন ডানহাতি এই পেসার। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সামনে থাকায় তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। ফলে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে তাকে বাইরে রাখা হয়েছে।


শামি দলের বাইরে চলে যাওয়ায় প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নভদ্বীপ সাইনি। রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। ৮ ম্যাচে ৩৪ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়ে নিয়েছেন এই তরুণ।


promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে ভারতীয় দল। অনুশীলনের প্রথম দিনেই নেটে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন শামি। এরপর আর তাকে ভারতীয় দলের ক্যাম্পে দেখা যায়নি।


চোটটা বেশ আগে থেকেই বয়ে বেড়াচ্ছিলেন এই ভারতীয় পেসার। আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলার সময় ইনজুরির কথা লুকিয়েছিলেন তিনি। অনুশীলনে তার ফিটনেস নিয়ে সন্দেহ থাকায় তাকে চার ম্যাচ খেলেই দলের বাইরে চলে যেতে হয়েছিল।


ভারতের পরিবর্তিত টেস্ট দল : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, করুন নায়ার, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব, নভদ্বীপ সাইনি, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, শার্দুল ঠাকুর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball