উপভোগই টি-টুয়েন্টির সাফল্যের মন্ত্র

ছবি:

টাইগার অলরাউন্ডার আরিফুল হক বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৩ টি টি২০ ম্যাচ। একটি মাত্র ম্যাচে বোলিং করার সুযোগ পেয়েছিলেন তিনি। সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ১ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে নিয়েছিলেন ১ টি উইকেট।
তাছাড়া, তিন ম্যাচের মধ্যে মাত্র ২ ইনিংসে ব্যাট করার সুযোগ হয়েছিল তার। দুই ম্যাচেই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে আরিফুল বলেছেন, এগুলোই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে আত্মবিশ্বাস যোগাবে।

'আমার কাছে মনে হয় ক্রিকেট খেলায় আত্মবিশ্বাসটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার আত্মবিশ্বাস একবার পান যে হয়তো আমি এতদিন ঘরোয়া ক্রিকেটে খেলেছি, এত বড় ক্রিকেটারদের সাথে খেলিনি, হয়তো বা বড় ক্রিকেটারদের সাথে খেললাম বা বল ফেস করলাম আত্মবিশ্বাস থাকলে সেক্ষেত্রে নরম্যালই লাগবে। আর এই আত্মবিশ্বাসটি তৈরি করতে হলে আপনাকে ম্যাচ খেলতে হবে। আর ম্যাচ খেলতে খেলতেই আপনি বুঝতে পারবেন যে আপনি আন্তর্জাতিক খেলায় যোগ্য কি না। সেটি কিন্তু বাইরে থেকে বুঝবেন না। আর আমি কিন্তু টি টুয়েন্টি খেলেছি মাত্র তিনটি। আর এই তিন ম্যাচে ব্যাটিং করার সুযোগ তেমন পাইনি। একটাতে ব্যাটিং করে ১ রান নট আউট ছিলাম। আর শেষ ম্যাচে নট আউট ছিলাম। এখন আমার আত্মবিশ্বাস কাজ করছে যে আমি পারবো।'
আরও আত্মবিশ্বাস যোগ করতে পারলে, আন্তর্জাতিক ক্রিকেটে আরও ভালো বোলিং করা সম্ভব বলে মনে করেন তিনি। আত্মবিশ্বাস নিয়ে খেলাটাকে উপভোগ করতে চান আরিফুল। উপভোগ না করলে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য অর্জন করা সম্ভব না বলেও মনে করেন তিনি।
'গত ম্যাচে তো আন্তর্জাতিক লেভেলে প্রথম বোলিং করলাম। নার্ভাস ছিলাম, প্রথম ওভার প্রথম বল নার্ভাস ছিলাম অনেক। যদিও একটি উইকেট পেয়েছি। তবে উপভোগ করেছি। আরো যখন আত্মবিশ্বাস পাবো এবং আরো বেশি আত্মবিশ্বাস সহকারে বোলিং করতে পারবো তখন বেশি উপভোগ করতে পারবো। কারণ আসলে দেখেন ওয়েস্ট ইন্ডিজ টি টুয়েন্টি ভালো খেলে তারা উপভোগ করতে পারে বলেই। সুতরাং উপভোগ না করতে পারলে ভালো খেলা যাবে না, মজা নিয়েই করতে হবে। উপভোগ না করলে আসলে সাফল্য পাওয়া যাবে না।'