সেরাদের তালিকায় বাংলাদেশের শামীমা

ছবি:

নারী এশিয়া কাপের এবারের আসরের প্রায় সব ম্যাচেই ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন ভারতীয় তারকা হারমানপ্রীত কৌর। বাংলাদেশের বিপক্ষে ফাইনালে দলের বিপর্যয়ে হাল ধরে খেলেছেন ৫৬ রানের এক দায়িত্বশীল ইনিংস।
তবে দল জিততে পারেনি। টাইগ্রেসদের বিপক্ষে ভারত হেরেছে ৩ উইকেটের ব্যবধানে। তবে ৬ ইনিংসে ৫৩.৭৫ গড়ে ২১৫ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন তিনি।

এই তালিকার দুই নম্বরে আছেন আরেক ভারতীয় মিতালী রাজ। এই ভারতীয় ৫ ইনিংসে ব্যাট হাতে ৩৬.৫০ গড়ে করেছেন ১৪৬ রান। তিন নম্বরে আছেন পাকিস্তানি ব্যাটার বিসমাহ মারুফ।
তিনি ৫ ইনিংসে ৩৫.৭৫ গড়ে ১৪৩ রান করেছেন। পুরো আসর জুড়েই দুর্দান্ত খেলেছেন বাংলাদেশ নারী দলের ব্যাটার শামীমা সুলতানা। তিনি ৬ ইনিংসে ব্যাট করে ২১.৮৩ গড়ে ১৩৪ রান করেছেন।
আর তাতেই শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় ৪ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। এই তালিকার ৫ নম্বরে আছেন লঙ্কান ক্রিকেটার ইয়াসোদা মেন্ডিস। ৫ ইনিংসে ২৬ গড়ে তার সংগ্রহ ১৩০ রান।