এশিয়া কাপে বাংলাদেশের সেরা বোলার রুমানা

ছবি:

প্রথমবারের মতো মেয়েদের এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে জাহানারা-রুমানারা।
নারী এশিয়া কাপের এবারের আসরে বেশ কয়েকজন বোলার দারুণ বোলিং করেছেন পুরো আসর জুড়ে। তবে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন পাকিস্তানের নিদা দার। তিনি ৫ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন।
৬ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়ে এই তালিকার দুই নম্বরে আছেন ভারতীয় নারী দলের বোলার পুনম যাদভ। সমান সংখ্যক উইকেট নিয়ে এই তালিকার তিন নম্বরে আছেন টাইগ্রেস অলরাউন্ডার রুমানা আহমেদ।

ফাইনালে ভারতের বিপক্ষে ২৩ রানে দুই উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন তিনি। কোনো ম্যাচে ৫ উইকেট নিতে না পারলেও প্রায় প্রতিটি ম্যাচেই উইকেট তুলে নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন তিনি।
থাইল্যান্ডের বোলার ওংপাকা লিয়েংপ্রাসার্ট ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বাধিক উইকেট নেয়া বোলার। এই তালিকার পাঁচ নম্বরে আছেন আরেক বাংলাদেশী বোলার। তিনি হলেন খাদিজাতুল কুবরা।
৬ ম্যাচে ৭ উইকেট তুলে নিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালে বল হাতে ২২ রানে ২ উইকেট নিয়েছেন। সাজঘরে ফিরিয়েছেন ভারতীয় ওপেনার মিতালী রাজ ও সর্বোচ্চ রান করা হারমান প্রীত কৌরকে।