দুঃস্বপ্ন থেকে ঘুরে দাঁড়ানোর গল্প

ছবি:

চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে সফরটি সুখকর হয়নি তাদের জন্য। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে ৮-০ ব্যবধানে তারা হোয়াইট ওয়াশ হয়েছিল।
এর মধ্যে ৩ টি ম্যাচে একশো রানের নিচে গুটিয়ে যাওয়ার দুঃস্বপ্নও আছে। এশিয়া কাপে নিজেরদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানের হারের পরও অনেকেই মনে করেছিলেন আরেকটি দুঃস্বপ্নের টুর্নামেন্ট অপেক্ষা করছে মেয়েদের জন্য।
অনুমান ভুল করে সেখান থেকেই ঘুরে দাঁড়ানো। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুরু, পরে ভারতকেও একই ব্যবধানে হারানোর পর থাইল্যান্ড ও মালোয়েশিয়াকে গুড়িয়ে ফাইনালে উঠে সালমা-জাহানারা।

এশিয়া কাপ চালুর পর থেকেই ভারত অবিসংবাদিত চ্যাম্পিয়ন, টানা ছয়বারের শিরোপাজয়ীদের হারিয়েছে রুমানারা। তাও আবার প্রথম বারের মতো কোনো ফাইনালে জায়গা করে নিয়েই। পরিসংখ্যানে একটু চোখ বুলানো যাক।
এই এশিয়া কাপে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ভারত। সদ্য শেষ হওয়া এই আসরে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে হেরেই তাদের এই জয়রথ থেমেছে।ফাইনালে এসে আবারও টাইগ্রেসদের কাছে হারতে হয়েছে তাদের।
শেষ বলে এসে জিতলেও ব্যবধানটা ৩ উইকেটের। ভারতকে হারিয়ে দেয়া হয়তো অনেকের কাছেই খুব বেশি কিছু মনে হবে না। তবে, মহা পরাক্রমশীল কোনো প্রতিপক্ষকে টানা দুই ম্যাচে হারিয়ে দেওয়া কিন্তু চাট্টিখানি কথা নয়।