promotional_ad

আমাদের হারানোর কিছু ছিলো না- সালমা

promotional_ad

এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা যে নিজেদের করে নিয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এটি এর মধ্যে হয়তো অজানা নেই আর কারোই। ঐতিহাসিক এই জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে গোটা বাংলাদেশ।


কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ধবলধোলাইয়ের লজ্জা কাঁধে বয়ে নিয়ে আসা দলটি যে এভাবে ঘুরে দাঁড়াবে এশিয়া কাপে তা ঘুণাক্ষরেও ভাবা যায়নি। মূলত নিজেদের হারানোর কিছু নেই- এরূপ মনোভাব নিয়েই ভারতের বিপক্ষে ফাইনালে খেলতে নেমেছিলো বাংলাদেশ।


আর এই কারণেই হয়তো তাদের ললাটে জয় একে দিয়েছেন ক্রিকেট বিধাতা। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও ঠিক এই কথাটিই উল্লেখ করেছেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। তিনি জানিয়েছেন বাংলাদেশ দলের হারানোর কিছু না থাকলেও অর্জনের ছিলো অনেক কিছু। সালমা বলেন,



promotional_ad

'আমরা অনেক বেশি খুশি এশিয়া কাপ জিততে পেরে। আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছি না এই অনুভূতি। আমরা বেশ খুশি জিততে পেরে। তাদের অনেক কিছু হারানোর ছিলো কিন্তু আমাদের নয়, আমাদের অনেক কিছু অর্জনের ছিলো এবং আমরা সেটি করতে পেরেছি।'


নিজেদের আত্মবিশ্বাসের প্রতি অটুট আস্থা ছিলো বলেও উল্লেখ করেছেন সালমা। পাশাপাশি সমর্থকদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। টাইগ্রেস অধিনায়কের ভাষ্যমতে,


'আমাদের আত্মবিশ্বাস ছিলো ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটির পর এবং আমাদের আজকে পারতেই হতো কারণ আজ ফাইনাল। আমরা ভালো বোধ করছি যে এখানে আমাদের অনেক সমর্থক রয়েছে এবং প্রত্যেক সমর্থককে ধন্যবাদ যারা আমাদের সমর্থন দিয়েছেন।'



টুর্নামেন্টে খুব একটা ভালো শুরু না পেলেও পরবর্তীতে টানা কয়েকটি ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আর তাতেই আত্মবিশ্বাসের পারদ উঠে গিয়েছে অনেক উঁচুতে। আগামীতেও তাই এই পারফর্মেন্স ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করলেন সালমা। তিনি বলেন,


'আমরা টুর্নামেন্টে বেশ বাজেভাবে শুরু করেছিলাম এবং আমরা সন্তুষ্ট যে দারুণভাবে ফিরে আসতে পেরেছি এবং সবগুলো ম্যাচ জিতেছি। সুতরাং আগামী ম্যাচগুলোতে, আমাদের এই ভালো ফর্ম ধরে রাখার চেষ্টা করবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball