promotional_ad

মালয়শিয়ায় টাইগ্রেসদের ইতিহাস রচনা

promotional_ad

অবশেষে প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের। মালয়শিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।


আর এরই সাথে বিশ্ব ক্রিকেটের নিজেদেরকে নতুন করে চেনালো সালমা বাহিনী। এদিন টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের দারুণ বোলিংয়ে মাত্র ১১২ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলো ভারত।


এই মামুলি লক্ষ্যও অবশ্য কঠিন করে তুলেছিলেন ভারতীয় বোলাররা। ম্যাচটি শেষ ওভারের শেষ বল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তারা। শেষ বলে টাইগ্রেসদের জয়ের জন্য প্রয়োজন ছিলো ২ রান। হারমানপ্রীত কাউরের করা সেই ওভারের শেষ বলটি কোনওরূপে ব্যাটে লাগিয়েই প্রাণপণে দুই রান নেন তিনি।


আর বাংলাদেশ উদ্ভাসিত হয় জয়ের আনন্দে। এর আগে আজকের ম্যাচের শুরুতে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত।



promotional_ad

রুমানা, সালমা, খাদিজাদের দুর্দান্ত স্পেলে অধিনায়ক হারমানপ্রীত কাউর ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। হারমানপ্রীত ৪২ বলে ৫৬ রানের ইনিংসটি না খেললে হয়তো আরো কম রানে গুঁটিয়ে যেতো ভারত।


মূলত তাঁর দৃঢ়চেতা ব্যাটিংয়ের কল্যাণেই ৯ উইকেটে পুরো ওভার শেষ করতে সক্ষম হয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেছেন মিতালি রাজ এবং ভেদা কৃষ্ণামূর্তি। এছাড়াও ১০ রান এসেছে ঝুলন গোস্বামীর ব্যাট থেকে।


বাংলাদেশের পক্ষে খাদিজা তুল কুবরা ২৩ রানে ২টি এবং রুমানা আহমেদ ২২ রানে ২টি উইকেট শিকার করেছেন। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন সালমা খাতুন এবং জাহানারা আলম। ছোট লক্ষ্যে খেলতে নেমে ভারতীয় বোলাররা অবশ্য ভালোই চেপে ধরেছিলো রুমানাদের একটা সময়।


যদিও নিগার সুলতানার ২৭, রুমানা আহমেদের ২৩, আয়শা রহমানের ১৭ এবং শামিমা সুলতানার ১৬ রানে ভর করে জয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে টাইগ্রেসরা। ভারতের পক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকার করেছেন পুনম যাদব।



অপরদিকে ২ উইকেট তুলে নিয়েছেন হারমানপ্রীত কাউর। ব্যাটিং এবং বোলিংয়ে অলরাউন্ড পারফর্মেন্সের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন রুমানা আহমেদ।


বাংলাদেশ একাদশ- শামীমা সুলতানা, আয়েশা রহমান, ফারজানা হক, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নিগার সুলতানা, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), খাদিজা তুল কুবরা, নাহিদা আকতার।


ভারত একাদশ- মিতালী রাজ, স্মৃতি মানদানা, হারমানপ্রীত কাউর (অধিনায়ক), দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণমূর্তি, আনুজা পাটিল, ঝুলান গোস্বামী, তানিয়া ভাটিয়া, একতা বিশট, শিখা পান্ডে, পুনম যাদব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball