promotional_ad

কবে শুধরাবেন সাব্বির?

promotional_ad

বাংলাদেশের ক্রিকেটে সাব্বির রহমান যতটা না তাঁর খেলার জন্য তার থেকে ঢের বেশি আলোচিত মাঠ এবং মাঠের বাইরে নানা বিতর্ক সৃষ্টির কারণে। একের পর এক নতুন বিতর্ক জন্ম দেয়া যেন তার একটি স্বভাবেই পরিণত হয়েছে।


সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে সতীর্থ মেহেদী হাসান মিরাজের সাথে নাকি হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন সাব্বির বলে জানা গিয়েছে।


আর ড্রেসিংরুমে ঘটা সেই কাহিনীর জন্যই নাকি তৃতীয় ম্যাচের একাদশে তার জায়গা হয়নি! যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তবে ঘটনার সত্যতা যে রয়েছে তা এরই মধ্যে প্রমাণ পাওয়া গেছে।


অবশ্য বিষয়টি যদি গুজবও হতো সেক্ষেত্রেও হয়তো কেউ অবিশ্বাস করতো না। কেননা সাব্বির যে নিয়ম শৃঙ্খলার ধার খুব একটা ধারেন না তা তো অনেকবারই দেখা গেছে।


চলুন এক নজরে আরো একবার দেখে নেয়া যাক সাব্বির রহমান রুম্মানের আলোচিত এবং বিতর্কিত কিছু ঘটনাবলী-



promotional_ad

জাতীয় ক্রিকেট লিগ- গত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসরে খেলার সময় এক ক্ষুদে দর্শককে পিটিয়ে সংবাদের শিরোনামে আসেন সাব্বির রহমান। সেখানেই অবশ্য ক্ষান্ত দেননি তিনি। ম্যাচ রেফারিকেও হুমকি ধামকি দেন সাব্বির।


আর সেই ঘটনার জের ধরে তাঁকে পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন এই হার্ডহিটার ব্যাটসম্যান।


যদিও জাতীয় দলের জন্য তাঁকে বিবেচিত করেছেন নির্বাচকেরা।  তবে নির্বাচকদের আস্থার প্রতিদান ব্যাট হাতে তো দিলেনই না, উল্টো আবারো বিতর্ক সৃষ্টি করে সমালোচিত হলেন তিনি।


বিপিএল ২০১৭- বিপিএলের সর্বশেষ আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলা সাব্বির এক ম্যাচে আম্পায়ারকে গালি দিয়ে আলোচনায় আসেন। আর তারই পরিপ্রেক্ষিতে তাঁকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।


বিপিএল ২০১৬- তার আগের বিপিএলেও থেমে থাকেননি সাব্বির। সেবার তার বিরুদ্ধে উঠেছিলো নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ।  বিপিএল চলাকালীন সময়ে হোটেল রুমে এক নারীকে নিয়ে গিয়েছিলেন সাব্বির যা নিয়ম বহির্ভূত। এরপর সিসিটিভি ফুটেজ দেখে সাব্বিরকে তার বিপিএল চুক্তির ৩০ শতাংশ অর্থাৎ ১২ লাখ টাকা জরিমানা করেছিলো বিসিবি।



শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে- শ্রীলঙ্কার বিপক্ষে গত সিরিজ চলাকালিন সময়ে টিম হোটেলে বসে গভীর রাতে তরুণীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আড্ডায় মেতে উঠেছিলেন সাব্বির।


সিরিজ চলাকালীন যা মোটেও শোভনীয় ছিলো না। আর সেই লাইভের ভিডিও এবং বেশ কিছু ছবি নিয়ে পরবর্তীতে শুরু হয়েছিলো সমালোচনার ঝড়। অনেকেই তার মাঠের খারাপ পারফর্মেন্সের পেছনে এসব কার্যকলাপকে দায়ী করেছিলেন।


উল্লেখ্য আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি টুয়েন্টি সিরিজে বলা যায় নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি সাব্বির। এক ম্যাচে শুন্য রান করে আউট হওয়ার পর আরেকটিতে মাত্র ১৩ রান করেছিলেন।


একে তো মাঠের পারফর্মেন্স খারাপ, তার ওপর এসব বিতর্কিত ঘটনায় বারংবার জড়িয়ে পড়ছেন এই স্ট্রোক মেকার। এখন প্রশ্ন হলো এভাবে আর কতদিন চালিয়ে যাবেন সাব্বির? আদৌ কি শুধরাবেন তিনি? এই প্রশ্ন আমার, আপনার মতো আর সকলেরই। আর এর উত্তর হয়তো জানা নেই স্বয়ং সাব্বির রুম্মানেরও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball