লঙ্কানদের স্বপ্ন দেখাচ্ছেন মেন্ডিস

ছবি:

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪১৪/৮ ডিক্লে.
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৮৫
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ১৩১/৪) ৭২ ওভারে ২২৩/৭ ডিক্লে. (ব্র্যাথওয়েট ১৬, স্মিথ ২০, পাওয়েল ৮৮, হোপ ১, চেইস ১২, ডাওরিচ ১৩, হোল্ডার ৩৯, বশিু ১৬*, রোচ ১১*; লাকমল ১/৩২, গামাগে ০/৪৩, হেরাথ ২/৫২, কুমারা ৩/৪০, দিলরুয়ান ১/৫০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৪৫৩) ওভারে ৫৩.৪ ওভারে ১৭৬/৩ (মেন্ডিস ৯৪*, কুশল পেরেরা ১২, চান্দিমাল ১৫* আহত অবসর, ম্যাথিউস ৩১, সিলভা ১৪, গেনেজ ০*; রোচ ০/৪৪, গ্যাব্রিয়েল ১/৪৪, হোল্ডার ১/১৮, কামিন্স ০/২২, বিশু ১/৩২, রস্টন চেইজ ০/১০)

পোর্ট অফ স্পেইনে উইন্ডিজদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের জন্য লড়ছে সফরকারী শ্রীলংকা। শেষ দিন লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন আরও ২৭৭ রান, হাতে রয়েছে ৭ উইকেট।
দলের পক্ষে ৯৪ রান নিয়ে উইকেটে থিতু হয়ে খেলছেন ব্যাটসম্যান কুশল মেন্ডিস। তার সঙ্গী হিসেবে ০ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন লাহিরু গেমেজ। উইন্ডিজদের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন দেবেন্দ্র বিশু, শেশন গ্যাবরিয়েল এবং জেসন হোল্ডার।
এই ম্যাচে জিততে হলে বিশ্ব রেকর্ড করতে হবে সফরকারীদের। ৪৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কুশল পেরেরাকে হারিয়ে বসে শ্রীলংকা। এরপর ব্যাট করতে নেমে আহত হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক চান্দিমাল।
তারপরও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সঙ্গে নিয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করেছেন কুশল মেন্ডিস। তুলে নিয়েছেন ব্যাক্তিগত ফিফটি। ম্যাথিউস ৩১ এবনভ রোশান সিলভা ১৪ রান করে বিদায় বিলেও ক্রিজে টিকে আছেন তিনি।
শেষ পর্যন্ত তার অপরাজিত ৯৪ রানের উপর ভর করে ৩ উইকেটে ১৭৬ রানের পুঁজি পায় লঙ্কানরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গিয়েছিল লঙ্কানরা।
এর আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ কাইরন পাওয়েলের ৮৮ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ২২৩ রান করে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক হোল্ডার।
লঙ্কান বোলারদের মধ্যে লাহিরু কুমারা পান ৩ উইকেট। ২টি উইকেট তুলে নেন রঙ্গনা হেরাথ। ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে ৪১৪ রানে ইনিংস ঘোষণা করেছিল।