promotional_ad

সাব্বিরের বিরুদ্ধে ড্রেসিংরুমে হাতাহাতির অভিযোগ

promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে মাঠে নেমেছিলেন টাইগার হার্ড হিটার সাব্বির রহমান। তবে, তৃতীয় ম্যাচের একাদশে ছিলেন না তিনি। ধারণা করা হচ্ছিল পারফরমেন্সের কারণেই বাদ পরেছেন এই ক্রিকেটার।


তবে, ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে শ্রীঙ্খলা ভঙ্গের কারণেই বাংলাদেশের একাদশে জায়গা হয়নি তার। সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচের পর টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়েছিলেন তিনি।


promotional_ad

এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গেছে। এদিকে কদিন আগেই ঘরোয়া ক্রিকেটে এক দর্শককে পিটিয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন সাব্বির। ফলে ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।


ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকা সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গতকাল বলেছেন, "এটা অত বড় কিছু নয়। যা হয়েছে ভুল বোঝাবুঝির মতো। আর ম্যানেজারের রিপোর্টে এসবের উল্লেখ নেই।"


আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন সাব্বির। পরের ম্যাচে ভালো শুরু পেলেও ১৩ রান করে ফিরেছেন সাজঘরে। মাঠের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই রান খরায় ভুগছেন সাব্বির। মাঠের বাইরে শ্রীঙ্খলা নিয়েও স্বস্তিতে নেই এই ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball