promotional_ad

মানসিকতা উন্নয়নের মিশনে এইচপি ক্রিকেটাররা

promotional_ad

চলতি বছর বাংলাদেশ ‘এ’ দলের ব্যস্ত সূচি রয়েছে। চলতি মাসেই শ্রীলঙ্কা ‘এ’ দল আসবে বাংলাদেশ সফরে। এরপর বাংলাদেশ ‘এ’ দল সফর করবে আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সেজন্য দলও গঠন করে ফেলেছেন নির্বাচকরা।


যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জাতীয় দল থেকে বাদ পড়া ও দুয়ারে কড়া নাড়া ক্রিকেটারদের প্রমাণের জায়গা ‘এ’ দল। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সে এ দলে সুযোগের অপেক্ষায় আছেন নাঈম ইসলাম, তুষার ইমরান, সানজামুল ইমলাম ও তানবীর হায়দাররা।


তাছাড়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করে যাওয়ার পুরস্কার পেতে পারেন আল-আমিন (জুনিয়র) ও ফজলে মাহমুদ। সেই লক্ষ্যেই বর্তমানে অনুশীলনে ব্যস্ত এইচপি দলের ক্রিকেটাররা।



promotional_ad

২৪ জনের  এইচপি স্কোয়াড থেকে কয়েকজন সুযোগ পাবেন ‘এ’ দলে। তাদেরই অনুশীলনের তদারকি করছেন এইচপি দলের ব্যাটিং কোচ জাফরুল এহসান। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন এইচপির ক্রিকেটারদের সঠিক ভাবে অনুশীলনের নিশ্চয়তা দিচ্ছেন তারা।


"এখানে খুব বেশি এ দলের খেলোয়াড় নেই। ৬ জন প্লেয়ার সম্ভবত সুযোগ পাবে। সামনে যেহেতু খেলা, তাই একটু আলাদা ভাবে চেষ্টা করছি তারা যেন যেন ঠিক ভাবে নেট প্র্যাক্টিসটা করতে পারে।"


এইচপি দলের ক্রিকেটারদের শুধু অনুশীলনই নয়, তাদের মানসিকতার উন্নতির জন্যও কাজ করছেন তারা। বেশ ভালো ভাবেই চলছে তাদের অনুশীলন এমনটাই জানিয়েছেন এইচপির এই কোচ।



"এইচপি চার মাসের প্রোগ্রাম এখানে আমরা মেন্টালিও বুস্ট আপ করি। শুধু অনুশীলন হয় এমন না, তাদের শারীরিক কাজও হয়। আমরা চেষ্টা করি তাদেরকে সামনে এগিয়ে নিতে। এখানে এইচপির যে অনুশীলন হচ্ছে এটার দায়িত্বে আমি আছি। কাজ ভালো ভাবেই হচ্ছে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball