promotional_ad

সাদা পোশাকে বাঁধনহারা আফিফ

promotional_ad

মাত্র ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেট আফিফ হোসেন ধ্রুবর অভিষেক হয়। ২০১৭ সালে নিজের অভিষেক ম্যাচেই ১০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ইনিংসের সূচনা করে সফল হয়েছিলেন আফিফ হাসান।


সেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি 'ফার্স্ট ক্লাস' ক্রিকেটার আফিফ হাসানকে। মাত্র আটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা আফিফ ইতিমধ্যেই চারটি প্রথম শ্রেণীর সেঞ্চুরির মালিক। 


সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লীগেও (বিসিএল) লঙ্গার ফরম্যাটের ফর্ম ধরে রেখেছেন হৈ চৈ ফেলে দেয়া আফিফ। তিন ম্যাচ খেলে দুইটিতেই সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুন। 
 
প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের পারফর্মেন্স নিয়ে সম্প্রতি ক্রিকফ্রেঞ্জির সাথে কথা বলেছেন আফিফ হাসান। পাঠকদের জন্য সাক্ষাৎকারটি তুলে ধরা হল।


প্রশ্নঃ ৮ ম্যাচে চার সেঞ্চুরি, প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের পারফর্মেন্সকে কিভাবে দেখেন?


- চেষ্টা করেছি ভালো করার। চেষ্টায় সফল হয়েছি, এই যাহ।



promotional_ad

প্রশ্নঃ কোন ফিফটি নেই, কনভারসন রেটও দারুন...


- উইকেটে থিতু হওয়ার পর চেষ্টা করেছি বড় ইনিংস খেলার। ২০-৩০ রান করার পর ইনিংস বড় করতে চেয়েছি। হয়তো এই জন্যই ইনিংসটি গুলো বড় হয়েছে। 


প্রশ্নঃ ফার্স্ট ক্লাস ক্রিকেটে মানিয়ে নিতে অনেকের সমস্যা হয়। আপনি খুব সহজেই মানিয়ে নিয়েছেন।


-আমি অন্যদের তুলনায় অনেক আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পেয়েছি। এটা একটা কারন। আর আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। আমি পেছনে ফিরে তাকাতে চাই নি। এই চেষ্টাই করেছি, এই জন্যই হয়তো রেজাল্ট ভালো আসছে।


প্রশ্নঃ এটা কি মাইন্ডসেটের ব্যাপার, লঙ্গার ফরম্যাটের ক্রিকেটে আপনার কি কি বিষয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হয়?



- যেহেতু লঙ্গার ফরম্যাট, স্বাভাবিকভাবেই একটু সময় নিয়ে খেলতে হয়। ম্যাচের সিচুয়েশন বুঝে একটু সময় নিয়ে খেলার চেষ্টা করতে হয়। 


প্রশ্নঃ আপনার স্ট্রাইক রেটও ভালো (৬০ এর উপর)...


-আমি যতক্ষণ উইকেটে থাকি ততক্ষণ শটস খেলতে পছন্দ করি। আমি নিজেকে বাঁধা দেয়ার চেষ্টা করি নি, যা আমার পক্ষে কাজ করছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball