হুমকির মুখে ত্রিদেশীয় সিরিজ

ছবি:

জুলাই মাসের শুরতেই জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান এবং অস্ট্রেলিয়া দলের। তবে এবার হুমকির মুখে সেই সিরিজটি।
এই সিরিজটি বয়কটের হুমকি দিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটাররাই। উল্লেখ্য, জিম্বাবুয়ের ক্রিকেটাররা তাদের বোর্ডের কাছ থেকে শেষ তিন মাসের কোনো পারিশ্রমিক পায়নি।

এছাড়া গত বছরের কিছু ম্যাচ ফি'ও তারা পায়নি। একারণেই ক্ষেপেছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা। বোর্ডকে ইতিমধ্যেই আল্টিমেটাম দিয়েছে তারা। চলতি মাসের ২৫ তারিখের মধ্যে পারিশ্রমিক না পেলে সিরিজ বয়কটের হুমকি দিয়েছে তারা।
এদিকে জিম্বাবুয়ে ক্রিকেটের এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন খুব দ্রুতই পরিশোধ করা হবে ক্রিকেটারদের ভাতা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা ক্রিকইনফোর কাছে জানান,
'জিম্বাবুয়ে ক্রিকেট বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একারণে ক্রিকেটারদের ভাতা বা অন্যান্য কর্মকর্তাদের ভাতা সময়মত পরিশোধ করা হয়নি। তবে খুব দ্রুতই পরিশোধ করে দেওয়া হবে। এই সপ্তাহ থেকেই কার্যক্রম শুরু করা হবে।'