promotional_ad

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

promotional_ad

প্রথমবারের মতো বাংলাদেশ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল আফগানরা। অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ দলই এগিয়ে ছিল। তবে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৪৫ রানে হেরেছে টাইগাররা।


মারকুটে ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে আফগানরা। জবাবে ১৯ ওভারে ১২২ রানেই থামে টাইগারদের ইনিংস।


কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুর বলে মুজিব উর রহমানের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন তামিম। তিনে নামেন অধিনায়ক সাকিব আল হাসান। লিটন দাসের সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দিতে শুরু করেন তিনি। 


তবে বেশিক্ষণ পারেননি। মোহাম্মদ নবীর শিকার হয়ে ১৫ বলে ১৫ রান করে ফিরেছেন তিনি। চার নম্বরে সতর্কতার সাথে ইনিংস শুরু করেন মুশফিকুর রহিম। অপরপ্রান্তে দাঁড়ানো লিটন তখন হাত খুলতে শুরু করেছেন। তবে টিকতে পারেননি তিনিও। 


২০ বলে ৩০ রান করে মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন।এরপরে টাইগার শিবিরে আঘাত হানেন রশিদ। নিজের করা প্রথম ওভারের প্রথম দুই বলে দুটি উইকেট শিকার করেন তিনি। রশিদের প্রথম বলে বোল্ড হয়ে বিদায় নিয়েছেন ১৭ বলে ১৯ রান করা মুশফিক। 


এরপরে সাব্বির রহমানকেও (০) লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। এরপরে ম্যাচে ফেরার চেষ্টা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত।



promotional_ad

কিন্তু মোসাদ্দেককেও (২৩ বলে ১৪ রান) নিজের শিকারে পরিণত করেন রশিদ খান। দলীয় ১৪ ওভারে ফিরে গেছেন অনেকক্ষণ ধরে উইকেটে থাকা রিয়াদ। ২৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৯ রান করে ফেরেন তিনি।


শেষদিকে ১৯ ওভারের মধ্যে ১২২ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। আফগানদের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন রশিদ খান এবং শাপুর জাদরান।


এর আগে টসে হেরে ব্যাট করতে নামেন আফগানিস্তানের দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও উসমান গনি। এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় আফগানরা। শুরু থেকেই এই দুই ব্যাটসম্যান টাইগার বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন।


২৬ রান করা উসমান গনিকে বোল্ড করে বাংলাদেশকে ব্যাক থ্রো এনে দেন পেসার রুবেল হোসেন। আরেক ওপেনার আহমেদ শাহজাদও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ব্যক্তিগত ৪০ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো মাহমুদুল্লাহর ক্যাচ বানিয়ে আউট করেন টাইগার অধিনায়ক সাকিব।


মাহমুদুল্লাহ ২ রান করা নাজিব উল্লাহ জাদরানকে থার্ড ম্যানে আবু জায়েদ রাহির ক্যাচ বানিয়ে আউট করেছেন। একই ওভারে রানের খাতা খোলার আগেই অলরাউন্ডার মোহাম্মদ নবীকে বোল্ড করে ফিরিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।


শেষ দিকে দ্রুত রান তুলছিলেন আফগান তারকা সামিউল্লাহ শেনওয়ারি। রাহীর করা ১৮ তম ওভারের প্রথম ৫ বলে ২০ রান তুলে নিয়েছিলেন তিনি। তবে ওভারের শেষ বলে ব্যক্তিগত ৩৬ রানে তাকে মোসাদ্দেকের ক্যাচ বানিয়ে আউট করেন রাহী।



শেষ ওভারে আবু হায়দার রনি আফগান ব্যাটসম্যান শফিকুল্লাহ ও করিম জানাতকে ফেরালেও বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা।


বাংলাদেশ (একাদশ)ঃ তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (ম), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, আবুল হাসান, আবু জায়েদ রাহি।


আফগানিস্তান (একাদশ)ঃ মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, শাপুর জাদরান



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball