টাইগারদের দলীয় শতক

ছবি:

প্রথমবারের মতো বাংলাদেশ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ খেলতে নেমেছে আফগানরা। অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ দলই এগিয়ে ছিল। তবে মারকুটে ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি২০ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে আফগানরা।
জবাবে এই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। ওপেন করতে নেমেছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। ইনিংসের শুরুর বলে মুজিব উর রহমানের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন তামিম।
তিনে নামেন অধিনায়ক সাকিব আল হাসান। লিটন দাসের সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দিতে শুরু করেন তিনি। তবে বেশিক্ষণ পারেননি। মোহাম্মদ নবীর শিকার হয়ে ১৫ বলে ১৫ রান করে ফিরেছেন তিনি।
চার নম্বরে সতর্কতার সাথে ইনিংস শুরু করেন মুশফিকুর রহিম। অপরপ্রান্তে দাঁড়ানো লিটন তখন হাত খুলতে শুরু করেছেন। তবে টিকতে পারেননি তিনিও। ২০ বলে ৩০ রান করে মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন।
এরপরে টাইগার শিবিরে আঘাত হানেন রশিদ। নিজের করা প্রথম ওভারের প্রথম দুই বলে দুটি উইকেট শিকার করেন তিনি। রশিদের প্রথম বলে বোল্ড হয়ে বিদায় নিয়েছেন ১৭ বলে ১৯ রান করা মুশফিক।

এরপরে সাব্বির রহমানকেও (০) লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। এরপরে ম্যাচে ফেরার চেষ্টা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত।
এই রিপোর্ট লিখার সময় টাইগারদের সংগ্রহ ১৫.২ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১০৪ রান। মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে আছেন ১৯ বলে ২২* রান করে। মোসাদ্দেকের সংগ্রহ ২০ বলে ১৩* রান। জিততে হলে ২৮ বলে ৬৪ রান লাগে বাংলাদেশের।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামেন আফগানিস্তানের দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও উসমান গনি। এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় আফগানরা। শুরু থেকেই এই দুই ব্যাটসম্যান টাইগার বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন।
২৬ রান করা উসমান গনিকে বোল্ড করে বাংলাদেশকে ব্যাক থ্রো এনে দেন পেসার রুবেল হোসেন। আরেক ওপেনার আহমেদ শাহজাদও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ব্যক্তিগত ৪০ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো মাহমুদুল্লাহর ক্যাচ বানিয়ে আউট করেন টাইগার অধিনায়ক সাকিব।
মাহমুদুল্লাহ ২ রান করা নাজিব উল্লাহ জাদরানকে থার্ড ম্যানে আবু জায়েদ রাহির ক্যাচ বানিয়ে আউট করেছেন। একই ওভারে রানের খাতা খোলার আগেই অলরাউন্ডার মোহাম্মদ নবীকে বোল্ড করে ফিরিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
শেষ দিকে দ্রুত রান তুলছিলেন আফগান তারকা সামিউল্লাহ শেনওয়ারি। রাহীর করা ১৮ তম ওভারের প্রথম ৫ বলে ২০ রান তুলে নিয়েছিলেন তিনি। তবে ওভারের শেষ বলে ব্যক্তিগত ৩৬ রানে তাকে মোসাদ্দেকের ক্যাচ বানিয়ে আউট করেন রাহী।
শেষ ওভারে আবু হায়দার রনি আফগান ব্যাটসম্যান শফিকুল্লাহ ও করিম জানাতকে ফেরালেও বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা।
বাংলাদেশ (একাদশ)ঃ তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (ম), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, আবুল হাসান, আবু জায়েদ রাহি।
আফগানিস্তান (একাদশ)ঃ মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, শাপুর জাদরান