promotional_ad

দেরাদুনে নিদাহাস ফিরিয়ে আনার লড়াইয়ে বাংলাদেশ

promotional_ad

দেরাদুনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলতে ৩ই জুন বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান। সিরিজ শুরুর আগে কিছুটা স্বস্তিতে আছে আফগানরাই।


কেননা র‍্যাঙ্কিংয়ে টাইগারদের চেয়ে এগিয়ে আছে রশিদ খানের আফগানিস্তান। এছাড়া প্রস্তুতি ম্যাচেও আফগানদের 'এ' দলে কাছে আট উইকেটে হেরেছে বাংলাদেশ দল।


তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস আছে বাংলাদেশ দলেও। প্রায় আড়াই মাস আগে শেষ হওয়া নিদাহাস ট্রফিতে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে ২১৫ রান অতিক্রম করেও জেতার রেকর্ড আছে টাইগারদের।



promotional_ad

এবার তাই আফগানদের বিপক্ষেও নামতে প্রস্তুত টাইগাররা। বোলিংয়ে বাংলাদেশের সামনে আফগানদের দুই আতঙ্ক রশিদ খান এবং মুজিব উর রহমান। এছাড়া ব্যাটিংয়েও সমৃদ্ধ আফগানরা।


মোহাম্মদ শাহজাদ হতে পারেন টাইগারদের জন্যে বড় আতঙ্ক। এছাড়া দারুইশ রাসুলি বা নজিব তারাকাই হতে পারেন রুবেল, অপুদের সামনে বড় রকমের আতঙ্ক।


তবে টাইগারদের অনুপ্রেরণার উৎস বারবারই আসে নিদাহাস ট্রফি থেকে। সেই সিরিজে দলের হয়ে দারুণ খেলেছিলেন মুশফিকুর রহমান। এবারো আফগান স্পিন সামলানোর জন্য তার এবং মাহমুদুল্লাহর দিকে চেয়ে থাকবে দল।



এদিকে প্রস্তুতি ম্যাচে বাঁধা দিয়েছিলো বৃষ্টি। যদিও দেরাদুনের রিপোর্ট অনুযায়ী রবিবারের খেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক কম। এছাড়া উইকেটও থাকার কথা খানিকটা স্লো। কাজেই হাই স্কোরিং ম্যাচ হবেনা, আশা করাই যায়।


ম্যাচের আগে দারুণ এক মাইলফলকের সামনে সাকিব আল হাসান। আর মাত্র দুটি উইকেট শিকার করলেই আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান ৫০০ উইকেটের অনন্য এক ক্লাবে নাম লেখাবেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball